ভারতে ২ ব্যক্তির দেহে ওমিক্রনের উপরূপ শনাক্ত
অনলাইন ডেস্ক | ২২ মে, ২০২২ ১০:৫২
ভারতে অতিসংক্রামক ওমিক্রনের উপরূপ বিএ.৪–এ আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির খোঁজ পাওয়া গেছে। চেন্নাই থেকে ৩০ কিলোমিটার দূরে চেঙ্গলপাট্টু জেলার নভালুরের এক বাসিন্দার শরীরে মিলেছে এই ভাইরাস।
আনন্দবাজার জানায়, ভারতে বিএ.৪ রূপে প্রথম আক্রান্তের খোঁজ পাওয়া যায় হায়দরাবাদে। শুক্রবার ওই ব্যক্তির শরীরে করোনার এই নয়া রূপের নমুনা মেলে।
জানা যায়, সদ্য দক্ষিণ আফ্রিকা থেকে হায়দরাবাদ ফিরেছিলেন ওই ব্যক্তি। তার সংস্পর্শে যারা এসেছেন, সবাইকে চিহ্নিত করার কাজ শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।
এর মধ্যেই শনিবার দ্বিতীয় বিএ.৪ আক্রান্তের সন্ধান মিলেছে। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী নিজেই এই খবর দিয়েছেন।
এ বছরের ১০ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় প্রথম চিহ্নিত হয় ওমিক্রনের উপরূপ বিএ.৪। দ্রুত এই রূপ ছড়িয়ে পড়ে গোটা দক্ষিণ আফ্রিকায়।
এই নয়া রূপে আক্রান্তদের শরীরে বড় কোনো উপসর্গ দেখা যায় না। বিশেষজ্ঞদের মতে, বিএ.৪ শরীরের প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২২ মে, ২০২২ ১০:৫২

ভারতে অতিসংক্রামক ওমিক্রনের উপরূপ বিএ.৪–এ আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির খোঁজ পাওয়া গেছে। চেন্নাই থেকে ৩০ কিলোমিটার দূরে চেঙ্গলপাট্টু জেলার নভালুরের এক বাসিন্দার শরীরে মিলেছে এই ভাইরাস।
আনন্দবাজার জানায়, ভারতে বিএ.৪ রূপে প্রথম আক্রান্তের খোঁজ পাওয়া যায় হায়দরাবাদে। শুক্রবার ওই ব্যক্তির শরীরে করোনার এই নয়া রূপের নমুনা মেলে।
জানা যায়, সদ্য দক্ষিণ আফ্রিকা থেকে হায়দরাবাদ ফিরেছিলেন ওই ব্যক্তি। তার সংস্পর্শে যারা এসেছেন, সবাইকে চিহ্নিত করার কাজ শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।
এর মধ্যেই শনিবার দ্বিতীয় বিএ.৪ আক্রান্তের সন্ধান মিলেছে। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী নিজেই এই খবর দিয়েছেন।
এ বছরের ১০ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় প্রথম চিহ্নিত হয় ওমিক্রনের উপরূপ বিএ.৪। দ্রুত এই রূপ ছড়িয়ে পড়ে গোটা দক্ষিণ আফ্রিকায়।
এই নয়া রূপে আক্রান্তদের শরীরে বড় কোনো উপসর্গ দেখা যায় না। বিশেষজ্ঞদের মতে, বিএ.৪ শরীরের প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।