বিগ্রহের খোঁজে আগ্রার মসজিদ খুঁড়তে চেয়ে হাইকোর্টে আবেদন
অনলাইন ডেস্ক | ৬ জুলাই, ২০২২ ১২:৪৭
এবার আগ্রার জামা মসজিদে প্রত্নতাত্ত্বিক খননকার্য চালাতে চেয়ে আবেদন জমা পড়ল ভারতের এলাহাবাদ হাইকোর্টে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আবেদনকারী আইনজীবী বরুণ কুমারের দাবি— মসজিদটির সিঁড়ির নিচে ঠাকুর কেশব দেবের বিগ্রহ লুকিয়ে রাখা থাকতে পারে। এই মর্মে নিম্ন আদালতেও আবেদন করেন তিনি। তবে এখনো কোনো শুনানি হয়নি।
আগ্রার এই শাহি জামা মসজিদের আরেক নাম জাহান আরা মসজিদ। এ মসজিদের নিয়মিত মুসুল্লি ইনামুদ্দিন বলছেন, এই মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন শাহজাহানের কন্যা জাহান আরা। তার বিয়ের জন্য সঞ্চিত অর্থই তিনি এই মসজিদ নির্মাণে খরচ করেছিলেন।
তিনি আরও বলেন, মসজিদের সিঁড়ির নিচে বিগ্রহ চাপা দেওয়া আছে, এর কোনো প্রমাণ নেই। বিনা কারণে এখানে খোঁড়াখুঁড়ি করার কোনো মানে হয় না।
কিছুদিন আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেছিলেন, হিন্দু সংগঠনগুলোর দেশের সব মসজিদ খোঁড়ার দরকার নেই। তার এই নির্দেশের সবাই যে তোয়াক্কা করছে না, তা স্পষ্ট।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৬ জুলাই, ২০২২ ১২:৪৭

এবার আগ্রার জামা মসজিদে প্রত্নতাত্ত্বিক খননকার্য চালাতে চেয়ে আবেদন জমা পড়ল ভারতের এলাহাবাদ হাইকোর্টে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আবেদনকারী আইনজীবী বরুণ কুমারের দাবি— মসজিদটির সিঁড়ির নিচে ঠাকুর কেশব দেবের বিগ্রহ লুকিয়ে রাখা থাকতে পারে। এই মর্মে নিম্ন আদালতেও আবেদন করেন তিনি। তবে এখনো কোনো শুনানি হয়নি।
আগ্রার এই শাহি জামা মসজিদের আরেক নাম জাহান আরা মসজিদ। এ মসজিদের নিয়মিত মুসুল্লি ইনামুদ্দিন বলছেন, এই মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন শাহজাহানের কন্যা জাহান আরা। তার বিয়ের জন্য সঞ্চিত অর্থই তিনি এই মসজিদ নির্মাণে খরচ করেছিলেন।
তিনি আরও বলেন, মসজিদের সিঁড়ির নিচে বিগ্রহ চাপা দেওয়া আছে, এর কোনো প্রমাণ নেই। বিনা কারণে এখানে খোঁড়াখুঁড়ি করার কোনো মানে হয় না।
কিছুদিন আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেছিলেন, হিন্দু সংগঠনগুলোর দেশের সব মসজিদ খোঁড়ার দরকার নেই। তার এই নির্দেশের সবাই যে তোয়াক্কা করছে না, তা স্পষ্ট।