সবার আগে খালেদা জিয়া তারপর হিরো আলম
অনলাইন ডেস্ক | ১৩ ডিসেম্বর, ২০১৮ ২০:১৫
ছবি: গুগল
এ বছর বাংলাদেশিরা গুগলে যাদের নাম লিখে সার্চ দিয়েছে সেই তালিকায় বাংলাদেশিদের মধ্যে সবার আগে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারপর আছেন আশরাফুল হোসেন আলম তথা হিরো আলম। গত এক বছরে সার্চে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হিসাব করে ১০ ব্যক্তির তালিকা করেছে গুগল।
ব্যক্তির পাশাপাশি সার্চে ১০টি করে সেরা বিষয় ও সেরা চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল।
গুগলের করা সেরা ১০ এর তালিকায় বাংলাদেশ থেকে আছেন মাত্র দুজন। তালিকায় খালেদা জিয়ার অবস্থান নবম। বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ ও খালেদা জিয়ার কারাদণ্ডের খবরের ব্যাপারে মানুষের আগ্রহ ছিল বেশি। দশ নম্বরে রয়েছেন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে আলোড়ন সৃষ্টি করা সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপরিচিত আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত।
তালিকার এক নম্বরে আছেন এক ভিনদেশি নারী। রাশিয়া বিশ্বকাপ ফুটবলের ফাইনাল যারা দেখেছেন, একটি দৃশ্য তাদের কমবেশি অবাক করেছে। খেলা শেষে অঝোর বৃষ্টির মধ্যে রুশ প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে ক্রোয়েশিয়ার জার্সি পরা এক নারী নিজ দলের প্রতিটি খেলোয়াড়কে আলিঙ্গন করছেন, পরাজয়ের জন্য সান্ত্বনা দিচ্ছেন। এমন খেলার মাঠে দৃশ্য বিরলই বটে!
ওই নারী যে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতারোভিচ, তা তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া এই আধুনিক প্রযুক্তির যুগে তেমন কঠিন কোনো কাজ নয়। তা-ই করেছেন বাংলাদেশের মানুষ। এবছর গুগলে এদেশের মানুষ যেসব ব্যক্তিদের নাম খুঁজেছে তাদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে কোলিন্দা গ্রাবার-কিতারোভিচ। ব্যক্তি হিসেবে তাকে জানতেই যে বাংলাদেশের মানুষ সবচেয়ে আগ্রহী ছিল। এমন তথ্য জানিয়েছে ইন্টারনেটে অনুন্ধানের সবচেয়ে বড় ক্ষেত্র ‘ট্রেন্ডিং সার্চ’।
বাংলাদেশিদের গুগল সার্চের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের মালয়ালাম ভাষার চলচ্চিত্র অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার, যার ভ্রূর নাচন ইন্টারনেট মাত করে ফেলে। তার অভিনীত চলচ্চিত্র অরু আদার লাভের একটি গানে তার চোখ মারার ওই ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
এর পরেই তালিকায় রয়েছেন ব্রিটেনের প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কল, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে মিয়া খলিফা ও সানি লিওনি। ষষ্ঠ স্থানে আছে ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। অষ্টম স্থানে বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার স্বামী নিক জোনাস।
বাংলাদেশ থেকে বিষয়ভিত্তিক অনুসন্ধানে যেসব শব্দ সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তার মধ্যে রয়েছে- ক্রিকবাজ, ওয়ার্ল্ড কাপ, এসএসসি রেজাল্ট ও এইচএসসি রেজাল্ট। তবে চলচ্চিত্রের ক্ষেত্রে বাংলাদেশের আগ্রহের কেন্দ্রে ছিল বলিউড। সবচেয়ে বেশি খোঁজ করা ছবির তালিকায় রয়েছে থাগস অব হিন্দুস্তান, টাইগার জিন্দা হ্যায়, রেস-৩, বাঘী-২ ও সঞ্জু।
তবে বিশ্বব্যাপী যে পাঁচটি শব্দ মানুষ গুগলে বেশি খুঁজেছে তা হলো- ওয়ার্ল্ড কাপ, এভিসি, ম্যাক মিলার, স্ট্যানলি ও ব্ল্যাক প্যান্থার।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৩ ডিসেম্বর, ২০১৮ ২০:১৫

এ বছর বাংলাদেশিরা গুগলে যাদের নাম লিখে সার্চ দিয়েছে সেই তালিকায় বাংলাদেশিদের মধ্যে সবার আগে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারপর আছেন আশরাফুল হোসেন আলম তথা হিরো আলম। গত এক বছরে সার্চে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হিসাব করে ১০ ব্যক্তির তালিকা করেছে গুগল।
ব্যক্তির পাশাপাশি সার্চে ১০টি করে সেরা বিষয় ও সেরা চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল।
গুগলের করা সেরা ১০ এর তালিকায় বাংলাদেশ থেকে আছেন মাত্র দুজন। তালিকায় খালেদা জিয়ার অবস্থান নবম। বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ ও খালেদা জিয়ার কারাদণ্ডের খবরের ব্যাপারে মানুষের আগ্রহ ছিল বেশি। দশ নম্বরে রয়েছেন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে আলোড়ন সৃষ্টি করা সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপরিচিত আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত।
তালিকার এক নম্বরে আছেন এক ভিনদেশি নারী। রাশিয়া বিশ্বকাপ ফুটবলের ফাইনাল যারা দেখেছেন, একটি দৃশ্য তাদের কমবেশি অবাক করেছে। খেলা শেষে অঝোর বৃষ্টির মধ্যে রুশ প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে ক্রোয়েশিয়ার জার্সি পরা এক নারী নিজ দলের প্রতিটি খেলোয়াড়কে আলিঙ্গন করছেন, পরাজয়ের জন্য সান্ত্বনা দিচ্ছেন। এমন খেলার মাঠে দৃশ্য বিরলই বটে!
ওই নারী যে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতারোভিচ, তা তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া এই আধুনিক প্রযুক্তির যুগে তেমন কঠিন কোনো কাজ নয়। তা-ই করেছেন বাংলাদেশের মানুষ। এবছর গুগলে এদেশের মানুষ যেসব ব্যক্তিদের নাম খুঁজেছে তাদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে কোলিন্দা গ্রাবার-কিতারোভিচ। ব্যক্তি হিসেবে তাকে জানতেই যে বাংলাদেশের মানুষ সবচেয়ে আগ্রহী ছিল। এমন তথ্য জানিয়েছে ইন্টারনেটে অনুন্ধানের সবচেয়ে বড় ক্ষেত্র ‘ট্রেন্ডিং সার্চ’।
বাংলাদেশিদের গুগল সার্চের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের মালয়ালাম ভাষার চলচ্চিত্র অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার, যার ভ্রূর নাচন ইন্টারনেট মাত করে ফেলে। তার অভিনীত চলচ্চিত্র অরু আদার লাভের একটি গানে তার চোখ মারার ওই ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
এর পরেই তালিকায় রয়েছেন ব্রিটেনের প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কল, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে মিয়া খলিফা ও সানি লিওনি। ষষ্ঠ স্থানে আছে ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। অষ্টম স্থানে বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার স্বামী নিক জোনাস।
বাংলাদেশ থেকে বিষয়ভিত্তিক অনুসন্ধানে যেসব শব্দ সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তার মধ্যে রয়েছে- ক্রিকবাজ, ওয়ার্ল্ড কাপ, এসএসসি রেজাল্ট ও এইচএসসি রেজাল্ট। তবে চলচ্চিত্রের ক্ষেত্রে বাংলাদেশের আগ্রহের কেন্দ্রে ছিল বলিউড। সবচেয়ে বেশি খোঁজ করা ছবির তালিকায় রয়েছে থাগস অব হিন্দুস্তান, টাইগার জিন্দা হ্যায়, রেস-৩, বাঘী-২ ও সঞ্জু। তবে বিশ্বব্যাপী যে পাঁচটি শব্দ মানুষ গুগলে বেশি খুঁজেছে তা হলো- ওয়ার্ল্ড কাপ, এভিসি, ম্যাক মিলার, স্ট্যানলি ও ব্ল্যাক প্যান্থার।