আইফোনের পরবর্তী সেটের নাম কী হবে?
অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫১
কখনো আইফোন এক্স, কখনো আইফোন এক্সএস, আবার কখনো আইফোন এক্সআর। আইফোন সিরিজের অদ্ভুত এই নামকরণে ২০১৯ সালে কী যোগ হয় সেটিই দেখার বিষয়।
অ্যাপল প্রায় প্রতি বছর তাদের স্মার্টফোনের আপডেট ভার্সন বাজারে ছাড়ে। ২০১৯ সালেও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়।
আইফোন এক্স (X) নামটি নিয়ে শুরুতে অনেক বিভ্রান্তি ছিল। রোমান হরফে অনেকে একে ‘টেন’ ভেবে ভুল করতেন। এই ফোনটির আরেকটি ভার্সনের নাম রাখা হয় আইফোন এসই (SE)। সেই নামটি নিয়েও শুরু হয় বিভ্রান্তি।
একপর্যায়ে অ্যাপলের মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার ফরচুন নামটির ব্যাখ্যা দিতে বাধ্য হন। তিনি জানান, ‘স্পেশাল এডিশন’ (বিশেষ সংস্করণ) নামের সংক্ষিপ্ত রূপ ‘এসই’।
আইফোনের আরেক ভার্সনের নাম ‘এক্সই’। অ্যাপল থেকে জানানো হয়, এই সেটটি আগের থেকে আপডেট ভার্সনে করা। তাই ‘ই’ যোগ করা হয়েছে।
আইফোনের নামবিভ্রাট নতুন কিছু নয়। যাত্রার শুরু থেকেই সমস্যায় পড়তে হয় তাদের। স্টিভ জবস আইফোন নামকরণ করার পরপরই প্রযুক্তি প্রতিষ্ঠান সিসকো অ্যাপলের বিরুদ্ধে মামলা করে।
পরে যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিসট্রিক্ট আদালতের মামলায় হেরে যায় সিসকো। অ্যাপল তাদের স্মার্টফোনের নাম আইফোন রাখার অনুমতি পায়।
২০০৭ সালে যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটির সঙ্গে চুক্তিতে আইফোন বাজারে আনার ঘোষণা দেয় অ্যাপল। ২৯ জুন ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম আইফোন বিক্রি শুরু হয়। ২০০৭ সালের নভেম্বর মাস থেকে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির বাজারে এর বিক্রি শুরু হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫১
কখনো আইফোন এক্স, কখনো আইফোন এক্সএস, আবার কখনো আইফোন এক্সআর। আইফোন সিরিজের অদ্ভুত এই নামকরণে ২০১৯ সালে কী যোগ হয় সেটিই দেখার বিষয়।
অ্যাপল প্রায় প্রতি বছর তাদের স্মার্টফোনের আপডেট ভার্সন বাজারে ছাড়ে। ২০১৯ সালেও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়।
আইফোন এক্স (X) নামটি নিয়ে শুরুতে অনেক বিভ্রান্তি ছিল। রোমান হরফে অনেকে একে ‘টেন’ ভেবে ভুল করতেন। এই ফোনটির আরেকটি ভার্সনের নাম রাখা হয় আইফোন এসই (SE)। সেই নামটি নিয়েও শুরু হয় বিভ্রান্তি।
একপর্যায়ে অ্যাপলের মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার ফরচুন নামটির ব্যাখ্যা দিতে বাধ্য হন। তিনি জানান, ‘স্পেশাল এডিশন’ (বিশেষ সংস্করণ) নামের সংক্ষিপ্ত রূপ ‘এসই’।
আইফোনের আরেক ভার্সনের নাম ‘এক্সই’। অ্যাপল থেকে জানানো হয়, এই সেটটি আগের থেকে আপডেট ভার্সনে করা। তাই ‘ই’ যোগ করা হয়েছে।
আইফোনের নামবিভ্রাট নতুন কিছু নয়। যাত্রার শুরু থেকেই সমস্যায় পড়তে হয় তাদের। স্টিভ জবস আইফোন নামকরণ করার পরপরই প্রযুক্তি প্রতিষ্ঠান সিসকো অ্যাপলের বিরুদ্ধে মামলা করে।
পরে যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিসট্রিক্ট আদালতের মামলায় হেরে যায় সিসকো। অ্যাপল তাদের স্মার্টফোনের নাম আইফোন রাখার অনুমতি পায়।
২০০৭ সালে যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটির সঙ্গে চুক্তিতে আইফোন বাজারে আনার ঘোষণা দেয় অ্যাপল। ২৯ জুন ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম আইফোন বিক্রি শুরু হয়। ২০০৭ সালের নভেম্বর মাস থেকে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির বাজারে এর বিক্রি শুরু হয়।