চার বছরে আইসিটি সেক্টরে আরও ১০ লাখ কর্মসংস্থান : পলক
নিজস্ব প্রতিবেদক | ২০ নভেম্বর, ২০১৯ ০০:৪২
বর্তমানে আইটি সেক্টরে ১০ লাখ লোকের কর্মসংস্থান আছে জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আগামী চার বছর অর্থাৎ ২০২৩ সাল নাগাদ আইসিটি সেক্টরে আরও ১০ লাখ লোকের কর্মসংস্থান হবে।’
মঙ্গলবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত বাংলাদেশ ইউনিভার্সিটির তরুণ উদ্যোক্তা-পৃষ্ঠপোষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার চায় তরুণরা শুধু চাকরির পেছনে না ছুটে সফল উদ্যোক্তা হবে। একজন উদ্যোক্তা সফল হলে বহু কর্মসংস্থান সৃষ্টি হবে। সেজন্য সরকার প্রযুক্তিনির্ভর তরুণ উদ্যোক্তা তৈরিতে সহায়তা দেবে।’ তিনি আরও বলেন, ‘২০২১ সালের মধ্যে এক হাজার স্টার্টআপ তৈরিতে সরকার সহায়তা করবে। সফল উদ্যোক্তারাই গড়বে ডিজিটাল বাংলাদেশ। সেজন্য বাংলাদেশ ইউনিভার্সিটির এ উদ্যোগকে স্বাগত জানান তিনি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল প্যাট্রিক ফোলি, বাংলাদেশ ইউনিভার্সিটির চেয়ারম্যান কাজী জামিল আজহার, ইউএস মার্কেট এক্সেসের সিইও ক্রিস বারি, স্টার্টআপ এক্সিলারেটর বাংলাদেশ ইউনিভার্সিটির উপদেষ্টা টিনা জাবিন প্রমুখ।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২০ নভেম্বর, ২০১৯ ০০:৪২

বর্তমানে আইটি সেক্টরে ১০ লাখ লোকের কর্মসংস্থান আছে জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আগামী চার বছর অর্থাৎ ২০২৩ সাল নাগাদ আইসিটি সেক্টরে আরও ১০ লাখ লোকের কর্মসংস্থান হবে।’
মঙ্গলবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত বাংলাদেশ ইউনিভার্সিটির তরুণ উদ্যোক্তা-পৃষ্ঠপোষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার চায় তরুণরা শুধু চাকরির পেছনে না ছুটে সফল উদ্যোক্তা হবে। একজন উদ্যোক্তা সফল হলে বহু কর্মসংস্থান সৃষ্টি হবে। সেজন্য সরকার প্রযুক্তিনির্ভর তরুণ উদ্যোক্তা তৈরিতে সহায়তা দেবে।’ তিনি আরও বলেন, ‘২০২১ সালের মধ্যে এক হাজার স্টার্টআপ তৈরিতে সরকার সহায়তা করবে। সফল উদ্যোক্তারাই গড়বে ডিজিটাল বাংলাদেশ। সেজন্য বাংলাদেশ ইউনিভার্সিটির এ উদ্যোগকে স্বাগত জানান তিনি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল প্যাট্রিক ফোলি, বাংলাদেশ ইউনিভার্সিটির চেয়ারম্যান কাজী জামিল আজহার, ইউএস মার্কেট এক্সেসের সিইও ক্রিস বারি, স্টার্টআপ এক্সিলারেটর বাংলাদেশ ইউনিভার্সিটির উপদেষ্টা টিনা জাবিন প্রমুখ।