আপনার মাস্কপরা সেলফিতে ফেসিয়াল রিকগনিশন গবেষণা
অনলাইন ডেস্ক | ২০ মে, ২০২০ ১৪:২৩
এখন মাস্কপরা ছবি অনলাইনে পোস্ট করলে, সেটি শুধু বন্ধুবান্ধবই দেখবে না; চলে যেতে পারে গবেষকদের হাতে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, মুখে মাস্ক থাকলে কীভাবে চেহারা শনাক্ত করা যায় সেই টুল তৈরির চেষ্টা করছে বিভিন্ন ফেসিয়াল রিকগনিশন কোম্পানি।
প্রতিবেদনে বলা হয়েছে, পাবলিক ডেটাসেটে সম্প্রতি বেশ কিছু মাস্কপরা সেলফি দেখা গেছে যেগুলো সরাসরি ইনস্টাগ্রাম থেকে সংগ্রহ করা। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নেয়া হয়নি।
নভেল করোনাভাইরাসের যুগে চেহারা দেখে মানুষ শনাক্ত করা বা ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি বেশ জটিলতায় পড়েছে। যেসব থার্ডপার্টি প্রতিষ্ঠান এভাবে অনলাইনে মানুষ শনাক্ত করে অন্য কোম্পানির চাহিদা মেটায় তারা এই সমস্যা মোকাবিলা করতে নতুন নতুন প্রযুক্তি আনার চেষ্টা করছে।
গত এপ্রিলে গিটহাবের ডেটাসেটে ১২০০’র বেশি ছবি দেখা গেছে, যেগুলো ফেইসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম থেকে নেওয়া। এর মাস খানেক আগে চীনের গবেষকেরা ৫ হাজার মাস্কপরা ছবি নিয়ে কাজ শুরু করেন।
ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ক্ষেত্রে মাস্ক এতদিন বাধা হিসেবে কাজ করতো। এজন্যই বিভিন্ন এটিএম বুথে মাস্ক পরে প্রবেশ করতে দেয়া হয় না।
সাফার নামের একটি ফেসিয়াল রিকগনিশন কোম্পানির ডিরেক্টর এরিক এ বিষয়ে সিনেটকে বলেন, ‘মাস্ক চেহারার অনেক ডেটা আটকে ফেলে। বিশেষ করে ভ্রু লাইন পর্যন্ত পরলে এমনটি হয়।’
‘কিছু কিছু কোম্পানি এখন নতুন অ্যালগরিদম তৈরি করছে। যাতে ভ্রু লাইন পর্যন্ত চোখ দেখেই মানুষকে শনাক্ত করা যায়। চোখে চশমা থাকলেও এভাবে শনাক্ত করা সম্ভব।’
এই টুল তৈরি করতে কয়েকটি প্রতিষ্ঠান এখন নিজেদের কর্মীদের মাস্কপরা ছবি পাঠাতে বলছে। একই সঙ্গে ছবি এডিট করে কোম্পানিগুলো বোঝার চেষ্টা করছে মুখে মাস্ক থাকলে কিভাবে একজন মানুষকে শনাক্ত করা সম্ভব।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২০ মে, ২০২০ ১৪:২৩

এখন মাস্কপরা ছবি অনলাইনে পোস্ট করলে, সেটি শুধু বন্ধুবান্ধবই দেখবে না; চলে যেতে পারে গবেষকদের হাতে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, মুখে মাস্ক থাকলে কীভাবে চেহারা শনাক্ত করা যায় সেই টুল তৈরির চেষ্টা করছে বিভিন্ন ফেসিয়াল রিকগনিশন কোম্পানি।
প্রতিবেদনে বলা হয়েছে, পাবলিক ডেটাসেটে সম্প্রতি বেশ কিছু মাস্কপরা সেলফি দেখা গেছে যেগুলো সরাসরি ইনস্টাগ্রাম থেকে সংগ্রহ করা। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নেয়া হয়নি।
নভেল করোনাভাইরাসের যুগে চেহারা দেখে মানুষ শনাক্ত করা বা ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি বেশ জটিলতায় পড়েছে। যেসব থার্ডপার্টি প্রতিষ্ঠান এভাবে অনলাইনে মানুষ শনাক্ত করে অন্য কোম্পানির চাহিদা মেটায় তারা এই সমস্যা মোকাবিলা করতে নতুন নতুন প্রযুক্তি আনার চেষ্টা করছে।
গত এপ্রিলে গিটহাবের ডেটাসেটে ১২০০’র বেশি ছবি দেখা গেছে, যেগুলো ফেইসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম থেকে নেওয়া। এর মাস খানেক আগে চীনের গবেষকেরা ৫ হাজার মাস্কপরা ছবি নিয়ে কাজ শুরু করেন।
ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ক্ষেত্রে মাস্ক এতদিন বাধা হিসেবে কাজ করতো। এজন্যই বিভিন্ন এটিএম বুথে মাস্ক পরে প্রবেশ করতে দেয়া হয় না।
সাফার নামের একটি ফেসিয়াল রিকগনিশন কোম্পানির ডিরেক্টর এরিক এ বিষয়ে সিনেটকে বলেন, ‘মাস্ক চেহারার অনেক ডেটা আটকে ফেলে। বিশেষ করে ভ্রু লাইন পর্যন্ত পরলে এমনটি হয়।’
‘কিছু কিছু কোম্পানি এখন নতুন অ্যালগরিদম তৈরি করছে। যাতে ভ্রু লাইন পর্যন্ত চোখ দেখেই মানুষকে শনাক্ত করা যায়। চোখে চশমা থাকলেও এভাবে শনাক্ত করা সম্ভব।’
এই টুল তৈরি করতে কয়েকটি প্রতিষ্ঠান এখন নিজেদের কর্মীদের মাস্কপরা ছবি পাঠাতে বলছে। একই সঙ্গে ছবি এডিট করে কোম্পানিগুলো বোঝার চেষ্টা করছে মুখে মাস্ক থাকলে কিভাবে একজন মানুষকে শনাক্ত করা সম্ভব।