আইটেলের নতুন আকর্ষণ ‘ভিশন টু’
অনলাইন ডেস্ক | ১২ জানুয়ারি, ২০২১ ১২:০৮
স্মার্টফোনটির বিজ্ঞাপনে আফরান নিশো
ডট-নচ ডিসপ্লে সমৃদ্ধ ফোরজি স্মার্টফোন ‘ভিশন টু’ নিয়ে এসেছে আইটেল বাংলাদেশ। সোমবার থেকে বাজারে পাওয়া যাচ্ছে নতুন ফোনটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চি এইচডি+ডট-নচ ডিসপ্লে এবং ১৩ এমপি এআই ট্রিপল রিয়ার ক্যামেরা। সেই সঙ্গে যুক্ত হয়েছে আকর্ষণীয় সব ফিচার।
আইটেলের এই যাত্রায় সঙ্গী হিসেবে আছেন মডেল ও অভিনেতা আফরান নিশো।
বলা হচ্ছে, এইচডি ডিসপ্লে এবং ৯০ শতাংম হাই স্ক্রিন-টু-বডি রেশিওর কারণে এর স্ক্রিনটি যেমন প্রাণবন্ত ঠিক তেমন স্পষ্ট কালারের সুবিধাও পাওয়া যাবে। আইটেল ভিশন ২ এর ডট-নচ ফুল-স্ক্রিন ইতিমধ্যে ফোনের ভিজ্যুয়াল এফেক্টসকে করে তুলেছে আরও আকর্ষণীয়।
১৩ মেগাপিক্সেল এআই প্রধান ক্যামেরার সঙ্গে রয়েছে ২ এমপি ম্যাক্রো ক্যামেরা। এআই ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকা এআই বোকেহ এফেক্ট, এআই পোর্ট্রেট এইচডিআর সেটআপ দিয়ে অল্প আলোতেও ছবি তোলা যাবে।
এ স্মার্টফোনে আছে ৩.০ এআই ফেস বিউটি ফেসিয়াল ফিচার, স্কিন টিউন। ৮ এমপি সেলফি ক্যামেরা ছাড়াও রয়েছে ২ এমপি ম্যাক্রো ক্যামেরা এবং ডেপথ-সেন্সর।
‘ভিশন টু’ ফোনে রয়েছে শক্তিশালী ৪০০০ এমএইচ ব্যাটারি। যাতে ৮০০ ঘণ্টা স্ট্যান্ডবাই (সিম কার্ড সহ), ২৫ ঘণ্টা (থ্রিজি) ও ৩২ ঘণ্টা (টুজি) ফোন কল, ৩৫ ঘণ্টা মিউজিক বাজানো এবং টানা ৭ ঘণ্টা ভিডিও দেখার সুবিধা পাওয়া যাবে।
৮.৩ এমএম সুপার স্লিম ডিজাইনের আইটেল ভিশন ২ স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে গ্রেডিয়েন্ট গ্রিন ও ডিপ ব্লু দুইটি রঙে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১২ জানুয়ারি, ২০২১ ১২:০৮

ডট-নচ ডিসপ্লে সমৃদ্ধ ফোরজি স্মার্টফোন ‘ভিশন টু’ নিয়ে এসেছে আইটেল বাংলাদেশ। সোমবার থেকে বাজারে পাওয়া যাচ্ছে নতুন ফোনটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চি এইচডি+ডট-নচ ডিসপ্লে এবং ১৩ এমপি এআই ট্রিপল রিয়ার ক্যামেরা। সেই সঙ্গে যুক্ত হয়েছে আকর্ষণীয় সব ফিচার।
আইটেলের এই যাত্রায় সঙ্গী হিসেবে আছেন মডেল ও অভিনেতা আফরান নিশো।
বলা হচ্ছে, এইচডি ডিসপ্লে এবং ৯০ শতাংম হাই স্ক্রিন-টু-বডি রেশিওর কারণে এর স্ক্রিনটি যেমন প্রাণবন্ত ঠিক তেমন স্পষ্ট কালারের সুবিধাও পাওয়া যাবে। আইটেল ভিশন ২ এর ডট-নচ ফুল-স্ক্রিন ইতিমধ্যে ফোনের ভিজ্যুয়াল এফেক্টসকে করে তুলেছে আরও আকর্ষণীয়।
১৩ মেগাপিক্সেল এআই প্রধান ক্যামেরার সঙ্গে রয়েছে ২ এমপি ম্যাক্রো ক্যামেরা। এআই ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকা এআই বোকেহ এফেক্ট, এআই পোর্ট্রেট এইচডিআর সেটআপ দিয়ে অল্প আলোতেও ছবি তোলা যাবে।
এ স্মার্টফোনে আছে ৩.০ এআই ফেস বিউটি ফেসিয়াল ফিচার, স্কিন টিউন। ৮ এমপি সেলফি ক্যামেরা ছাড়াও রয়েছে ২ এমপি ম্যাক্রো ক্যামেরা এবং ডেপথ-সেন্সর।
‘ভিশন টু’ ফোনে রয়েছে শক্তিশালী ৪০০০ এমএইচ ব্যাটারি। যাতে ৮০০ ঘণ্টা স্ট্যান্ডবাই (সিম কার্ড সহ), ২৫ ঘণ্টা (থ্রিজি) ও ৩২ ঘণ্টা (টুজি) ফোন কল, ৩৫ ঘণ্টা মিউজিক বাজানো এবং টানা ৭ ঘণ্টা ভিডিও দেখার সুবিধা পাওয়া যাবে।
৮.৩ এমএম সুপার স্লিম ডিজাইনের আইটেল ভিশন ২ স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে গ্রেডিয়েন্ট গ্রিন ও ডিপ ব্লু দুইটি রঙে।