ফুয়েল পাম্পের সার্ভিস স্টেশন আপনার দোরগোড়ায়
নিজস্ব প্রতিবেদক | ১৮ জানুয়ারি, ২০২১ ১৭:১৪
ব্যবসা ছোট কিংবা বড় যাই হোক না কেন, জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে ব্যবসায়ীদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে নির্মাণ, জেনারেটর এবং পরিবহন খাতে জ্বালানি তেল সংগ্রহেই দিনের সিংহভাগ সময় অপচয় হয়ে থাকে। সেই সমস্যার এক যুগান্তকারী সমাধান নিয়ে মাই ফুয়েল পাম্প ডট কম এর যাত্রা শুরু হলো।
মাই ফুয়েল পাম্প তাদের পরিষেবার মাধ্যমে একটি একক প্ল্যাটফর্মে একাধিক সমস্যা সমাধান করছে। বিশেষত নির্মাণ প্রকল্পে ভারী যন্ত্রাংশ ও নির্মাণকাজে ভারী বাহনের জ্বালানি তেল সংগ্রহে প্রচুর সময় ও জ্বালানি উভয়েই অপচয় হয়। গতানুগতিক পন্থায় প্রকল্পগুলো তাদের যন্ত্রাংশের তেল সংগ্রহের জন্য ক্যান ব্যবহার করে থাকে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং পরিবেশের জন্য বিপর্যয় বয়ে আনে। এ প্রক্রিয়ায় সময় ও জ্বালানি তেল উভয়েরই অপচয়ের পাশাপাশি ভেজাল ও মাপে কম দেয়ার মতো সমস্যাগুলো এড়াতে মাই ফুয়েল পাম্প অ্যাপ হতে পারে একটি কার্যকরী সমাধান।
মাই ফুয়েল পাম্প অ্যাপের মাধ্যমে এর গ্রাহকেরা জ্বালানি তেলের ব্যয় ডিজিটালি সমন্বয় করতে পারবেন।
কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক পার্থ প্রতিম চৌধুরী বলেন, একটি কন্সট্রাকশন সাইটে সময়মতো কোন কিছু পৌঁছানোর গুরুত্বটা আমরা বুঝি, গতানুগতিক পন্থায় তেল সংগ্রহ করতে গিয়ে যে সময়টি নষ্ট হয় তা একই সাথে ব্যয়বহুল এবং অফলপ্রসু। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ব্যয়টিকে সংকোচনের মাধ্যমে প্রকল্পগুলোর কার্যক্রমকে আরও ফলপ্রসূ করা।
মাই ফুয়েল পাম্প অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছ। এ ছাড়া মোবাইলে অর্ডার করতে ০৯৬১২৬৮০৬৮০- এই নম্বরে কল করা যাবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৮ জানুয়ারি, ২০২১ ১৭:১৪

ব্যবসা ছোট কিংবা বড় যাই হোক না কেন, জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে ব্যবসায়ীদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে নির্মাণ, জেনারেটর এবং পরিবহন খাতে জ্বালানি তেল সংগ্রহেই দিনের সিংহভাগ সময় অপচয় হয়ে থাকে। সেই সমস্যার এক যুগান্তকারী সমাধান নিয়ে মাই ফুয়েল পাম্প ডট কম এর যাত্রা শুরু হলো।
মাই ফুয়েল পাম্প তাদের পরিষেবার মাধ্যমে একটি একক প্ল্যাটফর্মে একাধিক সমস্যা সমাধান করছে। বিশেষত নির্মাণ প্রকল্পে ভারী যন্ত্রাংশ ও নির্মাণকাজে ভারী বাহনের জ্বালানি তেল সংগ্রহে প্রচুর সময় ও জ্বালানি উভয়েই অপচয় হয়। গতানুগতিক পন্থায় প্রকল্পগুলো তাদের যন্ত্রাংশের তেল সংগ্রহের জন্য ক্যান ব্যবহার করে থাকে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং পরিবেশের জন্য বিপর্যয় বয়ে আনে। এ প্রক্রিয়ায় সময় ও জ্বালানি তেল উভয়েরই অপচয়ের পাশাপাশি ভেজাল ও মাপে কম দেয়ার মতো সমস্যাগুলো এড়াতে মাই ফুয়েল পাম্প অ্যাপ হতে পারে একটি কার্যকরী সমাধান।
মাই ফুয়েল পাম্প অ্যাপের মাধ্যমে এর গ্রাহকেরা জ্বালানি তেলের ব্যয় ডিজিটালি সমন্বয় করতে পারবেন।
কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক পার্থ প্রতিম চৌধুরী বলেন, একটি কন্সট্রাকশন সাইটে সময়মতো কোন কিছু পৌঁছানোর গুরুত্বটা আমরা বুঝি, গতানুগতিক পন্থায় তেল সংগ্রহ করতে গিয়ে যে সময়টি নষ্ট হয় তা একই সাথে ব্যয়বহুল এবং অফলপ্রসু। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ব্যয়টিকে সংকোচনের মাধ্যমে প্রকল্পগুলোর কার্যক্রমকে আরও ফলপ্রসূ করা।
মাই ফুয়েল পাম্প অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছ। এ ছাড়া মোবাইলে অর্ডার করতে ০৯৬১২৬৮০৬৮০- এই নম্বরে কল করা যাবে।