রকেটে আগুন লাগলেও চিন্তিত নন মাস্ক
অনলাইন ডেস্ক | ৪ মার্চ, ২০২১ ১৯:৩৮
মঙ্গলগ্রহে রকেট পাঠাতে চেয়ে আরেকবার ব্যর্থ হলেও চিন্তা করছেন না এলন মাস্ক। জানিয়েছেন, রকেটটি অবতরণ করতে পারায়ই তিনি এবং তার সহকর্মীরা খুশি।
মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স গত তিন মাসে তিনবার স্টারশিপ রকেটের পরীক্ষা চালিয়ে তিনবারই ব্যর্থ হল।
সিএনএন জানিয়েছে, গতকাল বুধবার রকেটের পরীক্ষা চালানো হয়। সবকিছুই ঠিকঠাক ছিল। স্টারশিপ এসএন-১০ নামের রকেটটি পরীক্ষামূলক উড়ান চমৎকারভাবে শেষ করে ফিরেও এসেছিল। অক্ষতভাবে অবতরণও করে, তবে কয়েক মিনিটের মধ্যেই তাতে আগুন ধরে যায়।
এর আগে গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে ভেঙে পড়েছিল স্পেসএক্সের রকেট।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল টেক্সাসের বোকা চিকা শহরে স্পেসএক্সের একটি উৎক্ষেপণকেন্দ্র থেকে গতি পরীক্ষার জন্য রকেটটি পাঠানো হয়। তবে মাত্র ১০ কিলোমিটার পথ পাড়ি দেয় রকেটটি। এরপর আবার ফিরে এসে ল্যান্ডিং প্যাডে অবতরণ করে। এর কিছুক্ষণ পরই আগুন ধরে যায়।
অবতরণ করার পরে রকেটটি কী কারণে বিস্ফোরিত হয়েছিল বা বিস্ফোরণের আগেই কোনো সমস্যা হয়েছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।
রকেট ভেঙে পড়লেও বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে স্পেসএক্স। কারণ রকেটটিতে আগুন ধরার আগে এটি অবতরণ করতে সক্ষম হয়েছিল।
মাস্ক বলেন, ‘আমরা ল্যান্ডিং প্যাডে একটি সফল স্পর্শ পেয়েছি। আশা করি পরেরবার সফল হব।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৪ মার্চ, ২০২১ ১৯:৩৮

মঙ্গলগ্রহে রকেট পাঠাতে চেয়ে আরেকবার ব্যর্থ হলেও চিন্তা করছেন না এলন মাস্ক। জানিয়েছেন, রকেটটি অবতরণ করতে পারায়ই তিনি এবং তার সহকর্মীরা খুশি।
মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স গত তিন মাসে তিনবার স্টারশিপ রকেটের পরীক্ষা চালিয়ে তিনবারই ব্যর্থ হল।
সিএনএন জানিয়েছে, গতকাল বুধবার রকেটের পরীক্ষা চালানো হয়। সবকিছুই ঠিকঠাক ছিল। স্টারশিপ এসএন-১০ নামের রকেটটি পরীক্ষামূলক উড়ান চমৎকারভাবে শেষ করে ফিরেও এসেছিল। অক্ষতভাবে অবতরণও করে, তবে কয়েক মিনিটের মধ্যেই তাতে আগুন ধরে যায়।
এর আগে গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে ভেঙে পড়েছিল স্পেসএক্সের রকেট।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল টেক্সাসের বোকা চিকা শহরে স্পেসএক্সের একটি উৎক্ষেপণকেন্দ্র থেকে গতি পরীক্ষার জন্য রকেটটি পাঠানো হয়। তবে মাত্র ১০ কিলোমিটার পথ পাড়ি দেয় রকেটটি। এরপর আবার ফিরে এসে ল্যান্ডিং প্যাডে অবতরণ করে। এর কিছুক্ষণ পরই আগুন ধরে যায়।
অবতরণ করার পরে রকেটটি কী কারণে বিস্ফোরিত হয়েছিল বা বিস্ফোরণের আগেই কোনো সমস্যা হয়েছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।
রকেট ভেঙে পড়লেও বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে স্পেসএক্স। কারণ রকেটটিতে আগুন ধরার আগে এটি অবতরণ করতে সক্ষম হয়েছিল।
মাস্ক বলেন, ‘আমরা ল্যান্ডিং প্যাডে একটি সফল স্পর্শ পেয়েছি। আশা করি পরেরবার সফল হব।’