ইউটিউব থেকে সরানো হলো মিয়ানমারের টিভি চ্যানেল
অনলাইন ডেস্ক | ৫ মার্চ, ২০২১ ১৩:৪৩
গণতান্ত্রিক সরকারকে উৎখাতের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে
সাম্প্রতিক অভ্যুত্থান ও বিক্ষোভকারীদের হত্যা নিয়ে নিন্দা ও নিষেধাজ্ঞার মুখে পড়েও পিছু হটার লক্ষণ নেই মিয়ানমারের সেনাবাহিনীর। এর মাঝে কড়া পদক্ষেপ নিল ইউটিউব।
ভিডিও শেয়ারিং এ প্ল্যাটফর্ম থেকে সরানো হলো দেশটির সেনাবাহিনী পরিচালিত ৫টি টেলিভিশন চ্যানেল।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গণতান্ত্রিক সরকারকে উৎখাতের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউটিউবের মুখপাত্র বলেন, কমিউনিটি গাইডলাইন ও প্রযোজ্য আইন অনুযায়ী আমরা ইউটিউব থেকে বেশ কয়েকটি চ্যানেল বন্ধ করে দিয়েছি এবং অনেকগুলো ভিডিও সরিয়ে নিয়েছি।
যে ৫টি চ্যানেল সরানো হয়েছে তার মধ্যে রাষ্ট্র পরিচালিত মিয়ানমার রেডিও অ্যান্ড টেলিভিশনের (এমআরটিভি) পাশাপাশি সেনা নিয়ন্ত্রিত মায়াওয়াদি মিডিয়া, এমডব্লিউডি ভ্যারাইটি ও এমডব্লিউডি মিয়ানমারও আছে।
এর আগে ফেইসবুক কর্তৃপক্ষও মিয়ানমারের সেনাবাহিনী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব অ্যাকাউন্ট ও পেজ নিষিদ্ধ করেছিল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৫ মার্চ, ২০২১ ১৩:৪৩

সাম্প্রতিক অভ্যুত্থান ও বিক্ষোভকারীদের হত্যা নিয়ে নিন্দা ও নিষেধাজ্ঞার মুখে পড়েও পিছু হটার লক্ষণ নেই মিয়ানমারের সেনাবাহিনীর। এর মাঝে কড়া পদক্ষেপ নিল ইউটিউব।
ভিডিও শেয়ারিং এ প্ল্যাটফর্ম থেকে সরানো হলো দেশটির সেনাবাহিনী পরিচালিত ৫টি টেলিভিশন চ্যানেল।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গণতান্ত্রিক সরকারকে উৎখাতের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউটিউবের মুখপাত্র বলেন, কমিউনিটি গাইডলাইন ও প্রযোজ্য আইন অনুযায়ী আমরা ইউটিউব থেকে বেশ কয়েকটি চ্যানেল বন্ধ করে দিয়েছি এবং অনেকগুলো ভিডিও সরিয়ে নিয়েছি।
যে ৫টি চ্যানেল সরানো হয়েছে তার মধ্যে রাষ্ট্র পরিচালিত মিয়ানমার রেডিও অ্যান্ড টেলিভিশনের (এমআরটিভি) পাশাপাশি সেনা নিয়ন্ত্রিত মায়াওয়াদি মিডিয়া, এমডব্লিউডি ভ্যারাইটি ও এমডব্লিউডি মিয়ানমারও আছে।
এর আগে ফেইসবুক কর্তৃপক্ষও মিয়ানমারের সেনাবাহিনী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব অ্যাকাউন্ট ও পেজ নিষিদ্ধ করেছিল।