একাকিত্ব কাটাতে জরুরি নম্বরে ৪৫ হাজার কল!
অনলাইন ডেস্ক | ২৩ অক্টোবর, ২০১৮ ১৩:৫৬
স্ত্রী তাকে ছেড়ে গেছেন বছর দুয়েক হয়। ইতোমধ্যে মাদকাসক্তও হয়ে পড়েছেন। একাকী সময়ও যেন কাটছে না। তাই পুলিশের জরুরি সেবা নাম্বারে কল করতেন। উদ্দেশ্য কথা বলে একটু সময় কাটানো।
তবে একাকিত্ব কাটাতে ভুল জায়গায় ফোন করেছিলেন তুর্কি নাগরিক সারেফ খান। ইস্তাম্বুলের বায়রামপাসা জেলার ৫৫ বছর বয়সী এই বাসিন্দাকে এখন জেলে কাটাতে হতে পারে পাঁচ পাঁচটি বছর। কারণ, দু-একবার নয়, ৪৫ হাজার ২১০টি কল দিয়েছেন সারেফ।
তুর্কি ডেইলি সাবাহ পত্রিকার বরাত দিয়ে হুরিয়েত ডেইলি জানিয়েছে, সারেফের বিরুদ্ধে সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে। কারণ, তিনি জরুরি পুলিশ সেবা নাম্বার ১৫৫-তে মাত্রাতিরিক্ত কল করেছেন।
স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সারেফ বলেন, কথা বলতেই বার বার ওই নম্বরে কল দিতেন। ‘দুই বছর আগে স্ত্রী আমাকে ডিভোর্স দেয়। আমি মাদকাসক্ত হয়ে পড়ি। আমি হতাশায় ভুগছিলাম। আমার কথা বলার কেউ ছিল না। তাই পুলিশকে ফোন দিতাম’।
যদিও সারেফ তার এই কাজের জন্য দুঃখ প্রকাশ করেছেন, এরপরও ফৌজদারি আদালতে তার সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ অক্টোবর, ২০১৮ ১৩:৫৬

স্ত্রী তাকে ছেড়ে গেছেন বছর দুয়েক হয়। ইতোমধ্যে মাদকাসক্তও হয়ে পড়েছেন। একাকী সময়ও যেন কাটছে না। তাই পুলিশের জরুরি সেবা নাম্বারে কল করতেন। উদ্দেশ্য কথা বলে একটু সময় কাটানো।
তবে একাকিত্ব কাটাতে ভুল জায়গায় ফোন করেছিলেন তুর্কি নাগরিক সারেফ খান। ইস্তাম্বুলের বায়রামপাসা জেলার ৫৫ বছর বয়সী এই বাসিন্দাকে এখন জেলে কাটাতে হতে পারে পাঁচ পাঁচটি বছর। কারণ, দু-একবার নয়, ৪৫ হাজার ২১০টি কল দিয়েছেন সারেফ।
তুর্কি ডেইলি সাবাহ পত্রিকার বরাত দিয়ে হুরিয়েত ডেইলি জানিয়েছে, সারেফের বিরুদ্ধে সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে। কারণ, তিনি জরুরি পুলিশ সেবা নাম্বার ১৫৫-তে মাত্রাতিরিক্ত কল করেছেন।
স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সারেফ বলেন, কথা বলতেই বার বার ওই নম্বরে কল দিতেন। ‘দুই বছর আগে স্ত্রী আমাকে ডিভোর্স দেয়। আমি মাদকাসক্ত হয়ে পড়ি। আমি হতাশায় ভুগছিলাম। আমার কথা বলার কেউ ছিল না। তাই পুলিশকে ফোন দিতাম’।
যদিও সারেফ তার এই কাজের জন্য দুঃখ প্রকাশ করেছেন, এরপরও ফৌজদারি আদালতে তার সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।