নেতার জন্মদিনে নেকড়ের মুণ্ডু উপহার
অনলাইন ডেস্ক | ২ জানুয়ারি, ২০১৯ ২০:৫৫
তুর্কির জাতীয়তাবাদী আন্দোলনের প্রধান নেতা ডিভলেট বাহেসেলিকে খুশি করতে অদ্ভুত এক কাজ করেছে তার সমর্থকরা। একাত্তরতম জন্মদিনে নেতাকে নেকড়ের মাথা উপহার দিয়েছে তারা।
দলের প্রধান কার্যালয়ে ১ জানুয়ারি সমর্থকদের সঙ্গে দেখা করেন বাহেসেলি। এ সময় সাবেক এক গভর্নর নেকড়ের কাটামাথা সংরক্ষণ করে নিয়ে আসেন।
জনশ্রুতি অনুযায়ী, ধূসর নেকড়েকে তুর্কির জাতীয়তাবাদের প্রতীক হিসেবে মনে করা হয়।
এমএইচপি চেয়ারম্যান বাহেসেলি তার রাজনৈতিক দলকে তুর্কি রাজনীতির কেন্দ্রস্থলে নিয়ে আসার চেষ্টা করছেন। পশ্চিমা রাষ্ট্রের ওপর নির্ভরশীল হওয়ার পরিবর্তে নিজেদের ঐতিহ্য রক্ষা করতে তৎপর তার দল।
তুরস্কের জাতীয়তাবাদ ওই দেশের জাতীয়তা, ইতিহাস, সংস্কৃতি, ধর্ম ও প্রথার প্রতি সব সময় সম্মান প্রদর্শন করে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২ জানুয়ারি, ২০১৯ ২০:৫৫

তুর্কির জাতীয়তাবাদী আন্দোলনের প্রধান নেতা ডিভলেট বাহেসেলিকে খুশি করতে অদ্ভুত এক কাজ করেছে তার সমর্থকরা। একাত্তরতম জন্মদিনে নেতাকে নেকড়ের মাথা উপহার দিয়েছে তারা।
দলের প্রধান কার্যালয়ে ১ জানুয়ারি সমর্থকদের সঙ্গে দেখা করেন বাহেসেলি। এ সময় সাবেক এক গভর্নর নেকড়ের কাটামাথা সংরক্ষণ করে নিয়ে আসেন।
জনশ্রুতি অনুযায়ী, ধূসর নেকড়েকে তুর্কির জাতীয়তাবাদের প্রতীক হিসেবে মনে করা হয়।
এমএইচপি চেয়ারম্যান বাহেসেলি তার রাজনৈতিক দলকে তুর্কি রাজনীতির কেন্দ্রস্থলে নিয়ে আসার চেষ্টা করছেন। পশ্চিমা রাষ্ট্রের ওপর নির্ভরশীল হওয়ার পরিবর্তে নিজেদের ঐতিহ্য রক্ষা করতে তৎপর তার দল।
তুরস্কের জাতীয়তাবাদ ওই দেশের জাতীয়তা, ইতিহাস, সংস্কৃতি, ধর্ম ও প্রথার প্রতি সব সময় সম্মান প্রদর্শন করে।
শেয়ার করুন