অস্ত্রোপচারে কিশোরীর পেটে মিলল ১ কেজি চুল!
অনলাইন ডেস্ক | ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:৪৩
ফাইল ছবি
কিশোরীর বয়স মাত্র ১৪ বছর। পেটে যন্ত্রণা ও অন্যান্য সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয় মেডিকেল কলেজে। বিভিন্ন পরীক্ষার পর পাকস্থলিতে বিশাল চুলের গোল্লা দেখতে পান চিকিৎসকরা। দেরি না করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব বর্ধমানে।
কলকাতা মেডিকেল কলেজে ৬ চিকিৎসকের এক মেডিকেল বোর্ড বিরল এ অস্ত্রোপচারটি করে। কিশোরীর পেট থেকে বিশাল চুলের গোল্লা বের করেন চিকিৎসকরা। ওজন প্রায় ১ কেজি।
পৃথিবীতে এই ধরনের অস্ত্রোপচার ৪৩তম বলে দাবি করছেন চিকিৎসকরা।
জানা গেছে, গত ৩ বছরে ধরে চুল খেত পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার তৈরালার ওই কিশোরী। চিকিৎসার পরিভাষায় এই প্রবণতাকে বলা হয় রেপুনজেল সিনড্রোম।
চুল খেয়ে ফেলার এই অভ্যাসে এক সময় তার পেটে দেখা দেয় যন্ত্রণা ও অন্যান্য সমস্যা। এরপরই তাকে ভর্তি করা হয় মেডিকেল কলেজে।
এই রোগের নাম ট্রিচোবেজোর। সেই চুলই জমা হচ্ছিল পেটে। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করে বের করা হয় ওই চুল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:৪৩

কিশোরীর বয়স মাত্র ১৪ বছর। পেটে যন্ত্রণা ও অন্যান্য সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয় মেডিকেল কলেজে। বিভিন্ন পরীক্ষার পর পাকস্থলিতে বিশাল চুলের গোল্লা দেখতে পান চিকিৎসকরা। দেরি না করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব বর্ধমানে।
কলকাতা মেডিকেল কলেজে ৬ চিকিৎসকের এক মেডিকেল বোর্ড বিরল এ অস্ত্রোপচারটি করে। কিশোরীর পেট থেকে বিশাল চুলের গোল্লা বের করেন চিকিৎসকরা। ওজন প্রায় ১ কেজি।
পৃথিবীতে এই ধরনের অস্ত্রোপচার ৪৩তম বলে দাবি করছেন চিকিৎসকরা।
জানা গেছে, গত ৩ বছরে ধরে চুল খেত পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার তৈরালার ওই কিশোরী। চিকিৎসার পরিভাষায় এই প্রবণতাকে বলা হয় রেপুনজেল সিনড্রোম।
চুল খেয়ে ফেলার এই অভ্যাসে এক সময় তার পেটে দেখা দেয় যন্ত্রণা ও অন্যান্য সমস্যা। এরপরই তাকে ভর্তি করা হয় মেডিকেল কলেজে।
এই রোগের নাম ট্রিচোবেজোর। সেই চুলই জমা হচ্ছিল পেটে। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করে বের করা হয় ওই চুল।