পানামার ধর্মীয় অনুষ্ঠানে গর্ভবতীসহ পাঁচ সন্তানকে হত্যা
অনলাইন ডেস্ক | ১৭ জানুয়ারি, ২০২০ ১২:১১
পানামার এক জঙ্গল থেকে গর্ভবতীসহ তার পাঁচ সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ছয় জনসহ মোট সাত জনকে স্থানীয় একটি ধর্মীয় অনুষ্ঠানে হত্যা করা হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
পানামার উত্তর-পশ্চিমে এনগাবে-বুগলি অঞ্চলে বসবাস করে ওই সম্প্রদায়ের মানুষ। ক্ষুধা, দারিদ্র্য আর অশিক্ষায় বিপর্যস্ত এই মানুষেরা ভয়ংকর কুসংস্কারে বিশ্বাসী। পাপমুক্তির কথা বলে প্রায় ৩০ জনকে তারা ইচ্ছার বিরুদ্ধে বন্দী করে।
সাতজনকে মেরে গণকবরে রাখা হয়। ১৫ জন আহত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযুক্তদের মধ্যে একজন অল্পবয়সীও রয়েছে। শনিবার তাদের আদালতে তোলা হবে।
তদন্তকারী এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নিহত গর্ভবতী নারীর বাবাও রয়েছে!
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৭ জানুয়ারি, ২০২০ ১২:১১

পানামার এক জঙ্গল থেকে গর্ভবতীসহ তার পাঁচ সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ছয় জনসহ মোট সাত জনকে স্থানীয় একটি ধর্মীয় অনুষ্ঠানে হত্যা করা হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
পানামার উত্তর-পশ্চিমে এনগাবে-বুগলি অঞ্চলে বসবাস করে ওই সম্প্রদায়ের মানুষ। ক্ষুধা, দারিদ্র্য আর অশিক্ষায় বিপর্যস্ত এই মানুষেরা ভয়ংকর কুসংস্কারে বিশ্বাসী। পাপমুক্তির কথা বলে প্রায় ৩০ জনকে তারা ইচ্ছার বিরুদ্ধে বন্দী করে।
সাতজনকে মেরে গণকবরে রাখা হয়। ১৫ জন আহত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযুক্তদের মধ্যে একজন অল্পবয়সীও রয়েছে। শনিবার তাদের আদালতে তোলা হবে।
তদন্তকারী এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নিহত গর্ভবতী নারীর বাবাও রয়েছে!
শেয়ার করুন