মস্তিষ্কে ফিতাকৃমি নিয়ে বেঁচে আছেন ১০ বছর!
অনলাইন ডেস্ক | ২৮ জানুয়ারি, ২০২০ ১৩:০৫
দশ বছরের বেশি সময় ধরে মস্তিষ্কে ফিতাকৃমি নিয়ে বেঁচে থাকা টেক্সাসের এক ব্যক্তি সম্প্রতি ‘মুক্তি’ পেয়েছেন।
সিবিএস ২১ নিউজে বলা হয়েছে, চিকিৎসকেরা ফিতাকৃমিটি সফলভাবে অপসারণ করেছেন।
ডাক্তারদের ধারণা, প্রায় এক দশক আগে মেক্সিকোতে থাকা অবস্থায় ওই ব্যক্তি ভালোভাবে রান্না না করা শূকরমাংস খাওয়ায় কৃমিটি শরীরে ঢোকে। ধীরে ধীরে এটি বড় হতে থাকে।
এরপর মাঝে মাঝে তার ব্যথা করতো। কখনো বমি হতো। গত বছর ফুটবল খেলার সময় জ্ঞান হারান।
নিউরোসার্জন জর্ডান আমাদিও বলেন, ‘টেক্সাস, ক্যালিফোর্নিয়ার মতো অঞ্চলে এমন ঘটনা মাঝে মাঝে পাওয়া যায়। তবে সেটি হাতেগোনা। চিকিৎসকদের সতর্ক হওয়া উচিত। পূর্ব ধারণা না থাকলে সমস্যা ধরতে ধরতে অনেক সময় চলে যায়। তখন রোগী মারা যায়।’
কৃমিটি বের করার পর রোগীকে ওষুধ দেওয়া হয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৮ জানুয়ারি, ২০২০ ১৩:০৫

দশ বছরের বেশি সময় ধরে মস্তিষ্কে ফিতাকৃমি নিয়ে বেঁচে থাকা টেক্সাসের এক ব্যক্তি সম্প্রতি ‘মুক্তি’ পেয়েছেন।
সিবিএস ২১ নিউজে বলা হয়েছে, চিকিৎসকেরা ফিতাকৃমিটি সফলভাবে অপসারণ করেছেন।
ডাক্তারদের ধারণা, প্রায় এক দশক আগে মেক্সিকোতে থাকা অবস্থায় ওই ব্যক্তি ভালোভাবে রান্না না করা শূকরমাংস খাওয়ায় কৃমিটি শরীরে ঢোকে। ধীরে ধীরে এটি বড় হতে থাকে।
এরপর মাঝে মাঝে তার ব্যথা করতো। কখনো বমি হতো। গত বছর ফুটবল খেলার সময় জ্ঞান হারান।
নিউরোসার্জন জর্ডান আমাদিও বলেন, ‘টেক্সাস, ক্যালিফোর্নিয়ার মতো অঞ্চলে এমন ঘটনা মাঝে মাঝে পাওয়া যায়। তবে সেটি হাতেগোনা। চিকিৎসকদের সতর্ক হওয়া উচিত। পূর্ব ধারণা না থাকলে সমস্যা ধরতে ধরতে অনেক সময় চলে যায়। তখন রোগী মারা যায়।’
কৃমিটি বের করার পর রোগীকে ওষুধ দেওয়া হয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
শেয়ার করুন