দুইতলা সমান উচ্চতা থেকে পড়েও নাচ থামাননি যুবতী (ভিডিও)!
অনলাইন ডেস্ক | ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:১০
নাচতে নাচতে দুইতলা সমান উচ্চতা থেকে নিচে পড়েও থামেননি এক পেশাদার নৃত্যশিল্পী। আমেরিকার ডালাসের এক্সট্যাসি ক্যাবারে স্ট্রিপ ড্যান্স করতে গিয়ে এই ঘটনা ঘটান তিনি।
নাচের এই দৃশ্য ইতিমধ্যে অনলাইনে ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে, প্রায় দোতলা বাড়ির উচ্চতার পোলে চড়ে আছেন জিনিয়া। পোলের উপরে তিনি নানা শরীরী কসরত করছেন। হঠাৎ অত উঁচু পোল থেকে হাত পিছলে মুখ থুবড়ে মাটিতে পড়েন। সবাইকে অবাক করে না থেমে নাচ চালিয়ে যান।
নিচে পড়ে চোয়াল ভেঙে যায় ও একাধিক জায়গায় আঘাত লাগে তার। তবু যে পেশাদার মনোভাব তিনি দেখিয়েছেন তাতে নেটিজেনরা আপ্লুত।
এই ঘটনার পরের দিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন জিনিয়া। তার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
this sums up my first str*p club experience, i really do hope she’s ok ???????????????????????????????????? pic.twitter.com/fA4Tu1mePL
— x (@xvreae) February 9, 2020
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:১০

নাচতে নাচতে দুইতলা সমান উচ্চতা থেকে নিচে পড়েও থামেননি এক পেশাদার নৃত্যশিল্পী। আমেরিকার ডালাসের এক্সট্যাসি ক্যাবারে স্ট্রিপ ড্যান্স করতে গিয়ে এই ঘটনা ঘটান তিনি।
নাচের এই দৃশ্য ইতিমধ্যে অনলাইনে ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে, প্রায় দোতলা বাড়ির উচ্চতার পোলে চড়ে আছেন জিনিয়া। পোলের উপরে তিনি নানা শরীরী কসরত করছেন। হঠাৎ অত উঁচু পোল থেকে হাত পিছলে মুখ থুবড়ে মাটিতে পড়েন। সবাইকে অবাক করে না থেমে নাচ চালিয়ে যান।
নিচে পড়ে চোয়াল ভেঙে যায় ও একাধিক জায়গায় আঘাত লাগে তার। তবু যে পেশাদার মনোভাব তিনি দেখিয়েছেন তাতে নেটিজেনরা আপ্লুত।
এই ঘটনার পরের দিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন জিনিয়া। তার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
this sums up my first str*p club experience, i really do hope she’s ok ???????????????????????????????????? pic.twitter.com/fA4Tu1mePL
— x (@xvreae) February 9, 2020