১২ কোটি টাকায় কেনা যাবে ডাইনোসরের কঙ্কালটি
অনলাইন ডেস্ক | ৭ সেপ্টেম্বর, ২০২১ ১৬:২২
প্রাণীটির ওজন সাড়ে ৫ হাজার কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে
শিগগিরই কোনো একজন ভাগ্যবান ব্যক্তি ৬ কোটি ৬০ লাখ বছরের পুরোনো দানবীয় ট্রাইসেরাটপসের ফসিল কঙ্কালের মালিক হতে যাচ্ছেন। খটমট নামের এই ডাইনোসরের অবশেষটি কিনতে খরচ হবে ১৪ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা।
সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, বিগ জন নামে পরিচিত এ নমুনাটির খুলির দৈর্ঘ্য ২.৬২ মিটার ও প্রস্থ ২ মিটার। তার বড় দুটি শিং ১,১ মিটার লম্বা ও গোড়ায় প্রস্থ ৩০ সেন্টিমিটার ও ১৬ টন চাপ বহনে সক্ষম।
এখনকার আলাস্কা পর্যন্ত বিস্তৃত লারামিডিয়া দ্বীপে এ দানবটির বাস করতো। বর্তমানে দক্ষিণ ডাকোটাতে হেল ক্রিম ফর্মেশন নামে পরিচিত একটি প্রাচীন বন্যাপ্রবণ সমভূমিতে মারা যায় ডাইনোসরটি। ২০১৪ সালের মে মাসে ভূতাত্ত্বিক ওয়াল্টার উব্লিউ. স্টেইন বিল ডাইনোসরটি আবিষ্কার করেন। এক বছর খননের পর কঙ্কালটি উদ্ধার করা হয়। পরে ইতালিতে নিয়ে জোড়া দেওয়া হয়।
কাদার মধ্যে কঙ্কালটি ৬০ ভাগের বেশি অক্ষত ছিল ও খুলি ছিল ৭৫ ভাগ। বিগ জনের ঘাড় একটি ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ঝগড়া বা প্রেমের নিদর্শন এটি।
এ প্রাণীটির ওজন সাড়ে ৫ হাজার কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। এরা লম্বায় ৯ মিটার বা ২৯ ফুট পর্যন্ত হতে পারে। তবে নিলামকারীদের মতে, এ পর্যন্ত প্রাপ্ত ট্রাইসেরাটপসের মধ্যে ৮ মিটারের বিগ জন সবচেয়ে বড়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৭ সেপ্টেম্বর, ২০২১ ১৬:২২

শিগগিরই কোনো একজন ভাগ্যবান ব্যক্তি ৬ কোটি ৬০ লাখ বছরের পুরোনো দানবীয় ট্রাইসেরাটপসের ফসিল কঙ্কালের মালিক হতে যাচ্ছেন। খটমট নামের এই ডাইনোসরের অবশেষটি কিনতে খরচ হবে ১৪ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা।
সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, বিগ জন নামে পরিচিত এ নমুনাটির খুলির দৈর্ঘ্য ২.৬২ মিটার ও প্রস্থ ২ মিটার। তার বড় দুটি শিং ১,১ মিটার লম্বা ও গোড়ায় প্রস্থ ৩০ সেন্টিমিটার ও ১৬ টন চাপ বহনে সক্ষম।
এখনকার আলাস্কা পর্যন্ত বিস্তৃত লারামিডিয়া দ্বীপে এ দানবটির বাস করতো। বর্তমানে দক্ষিণ ডাকোটাতে হেল ক্রিম ফর্মেশন নামে পরিচিত একটি প্রাচীন বন্যাপ্রবণ সমভূমিতে মারা যায় ডাইনোসরটি। ২০১৪ সালের মে মাসে ভূতাত্ত্বিক ওয়াল্টার উব্লিউ. স্টেইন বিল ডাইনোসরটি আবিষ্কার করেন। এক বছর খননের পর কঙ্কালটি উদ্ধার করা হয়। পরে ইতালিতে নিয়ে জোড়া দেওয়া হয়।
কাদার মধ্যে কঙ্কালটি ৬০ ভাগের বেশি অক্ষত ছিল ও খুলি ছিল ৭৫ ভাগ। বিগ জনের ঘাড় একটি ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ঝগড়া বা প্রেমের নিদর্শন এটি।
এ প্রাণীটির ওজন সাড়ে ৫ হাজার কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। এরা লম্বায় ৯ মিটার বা ২৯ ফুট পর্যন্ত হতে পারে। তবে নিলামকারীদের মতে, এ পর্যন্ত প্রাপ্ত ট্রাইসেরাটপসের মধ্যে ৮ মিটারের বিগ জন সবচেয়ে বড়।