বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

‘সব দোষ পাকিস্তানিদের’

আপডেট : ১৬ মে ২০২৫, ১২:৪৫ পিএম

পাকিস্তানের সাম্প্রতিক বিমান প্রতিরক্ষা সাফল্যের প্রেক্ষাপটে ভারতের রাফাল যুদ্ধবিমান চুক্তিকে ব্যঙ্গ করে মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কান্ডেয় কাটজু। ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ভারতের করা রাফাল চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিদ্রুপাত্মক পোস্টে তিনি ভারতের সামরিক পরিকল্পনা ও রাফালের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।

কাটজু তার পোস্টে রসিকতা করে লেখেন, “সব দোষ পাকিস্তানিদের। তারা দাসোকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে নিম্নমানের রাফাল সরবরাহ করিয়েছে, যেগুলো চীনা বিমানগুলোর মুখে পড়ে ধ্বংস হয়েছে।”

এই ব্যঙ্গাত্মক বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্টভাবেই ভারতীয় প্রতিরক্ষা খাতের বিতর্কিত ক্রয়-প্রক্রিয়া এবং রাফাল যুদ্ধবিমানের ব্যর্থতা নিয়ে কটাক্ষ করেন। বিশেষ করে সাম্প্রতিক সংঘর্ষে রাফালের অংশগ্রহণ ও ফলাফল নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা আরও জোরালো হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে ভারতের আরও একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান বিমান বাহিনী। তার দাবি, ভারতীয় বিমান মিরাজ-২০০০ গত ৬ থেকে ৭ মে রাতের কোনো এক সময়ে কাশ্মিরের পামপুর এলাকায় গুলি করে নামানো হয়।

এই ঘটনাকে ঘিরে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান উত্তেজনায় তারা ইতোমধ্যে মোট ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার জেরে ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ধারা শুরু হয়, যা অবশেষে ১০ মে একটি যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িকভাবে থামে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত