প্রশ্ন : আমাদের মসজিদের আঙিনায় কিছু ফলগাছ আছে, সেগুলোতে আল্লাহর রহমতে অনেক ফল হয়। সেই ফলের মূল্য পরিশোধ না করে খাওয়া জায়েজ হবে?
-বেলাল হোসেন, নওগাঁ
উত্তর : বৃক্ষরোপণকারী যদি মসজিদের জন্য বৃক্ষরোপণ করে থাকে তাহলে তার ফল বিনা পয়সায় ভক্ষণ করা বৈধ নয়। পক্ষান্তরে রোপণকারী মুসল্লি বা জনসাধারণের জন্য রোপণ করে থাকলে তা সবার জন্য বিনা পয়সায় খাওয়া বৈধ। (আল বাহরুর রায়েক : ৫/২০৫, আল ফাতাওয়াল বাজ্জাজিয়া : ২/২৬২, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৮/৯৭)