বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

এইচআরএসএস

৫ বছরে ধর্ষণের শিকার ৭ হাজারের বেশি নারী

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ পিএম

২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচ বছরে ৭ হাজার ১২৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। আর গত ১০ মাসে (জানুয়ারি থেকে অক্টোবর) এ ধরনের নির্যাতনের শিকার হয়েছেন ৫০৫ জন নারী।

সোমবার (২৫ নভেম্বর) ‘ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’ বা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে এমন তথ্য প্রকাশ করেছে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলনে দিবসটিকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। বাংলাদেশেও ১৯৯৭ সাল থেকে  দিবসটি পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচ বছরের এবং চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে নারীর ওপর সহিংসতা ও নির্যাতনের চিত্র তুলে ধরেছে এইচআরএসএস)।

সংস্থার তথ্য অনুযায়ী, এইচআরএসএস-এর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে (২০১৯- ২০২৩ সাল র্পযন্ত) কমপক্ষে ১২ হাজার ৫৮৩ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭ হাজার ১৭৬ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২২৫ জনকে ও আত্মহত্যা করেছেন ৫১ জন নারী।

এ ছাড়া ২ হাজার ৬৩৯ জন নারী ও কন্যা শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন। যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ২৯৬ জন, আহত হয়েছেন ৩৭৫ জন এবং আত্মহত্যা করেছেন ২০ জন নারী। পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ১ হাজার ৬৩ জন, আহত হয়েছেন ৩৬৫ জন এবং আত্মহত্যা করেছেন ২৭৪ জন নারী। এসিড সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ৯ জন ও গুরুতর আহত হয়েছেন ৯৯ জন নারী।

এইচআরএসএস’র তথ্য বলছে, ১০ মাসে ১ হাজার ৩০৩ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫০৫ জন, যাদের মধ্যে ২৬১ জন ১৮ বছরের কম বয়সী শিশু। ১১৮ জন নারী ও কন্যা শিশু গণধর্ষনের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৪ জনকে, আত্মহত্যা করেছেন ১১ জন নারী। ২৮১ জন নারী ও কন্যা শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন। এর মধ্যে ১১৫ জন শিশু।

প্রতিবেদনে বলা হয়েছে, যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ৫০ জন নারী। এছাড়া পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ২৬৫  জন, আহত হয়েছেন ৬৭ জন এবং আত্মহত্যা করেন ৯৯ জন নারী। এসিড সহিংসতার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন ৮ জন নারী।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত