শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ময়মনসিংহে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৫:৫৮ পিএম

ময়মনসিংহ নগরীর উত্তর দাপুনিয়া এলাকায় সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম টুটুল আহমেদ (২৫)। সে ভাটিদাপুনিয়া গ্রামের মৃত আইউন আলীর ছেলে। চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

জানা গেছে, বুধবার (১২ মার্চ) পরিবারের সঙ্গে ইফতার শেষে অটোরিকশা নিয়ে বের হন টুটুল।  বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৩ মার্চ) মরদেহটি দেখতে  পুলিশকে খবর দেয় স্থানীয়রা। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত