২০২০ সালে শক্তিশালী পাসপোর্ট র্যাঙ্কিংয়ে ৯৮তম বাংলাদেশ
অনলাইন ডেস্ক | ৮ জানুয়ারি, ২০২০ ১৯:৫৬
২০২০ সালে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ ৯৮তম। এ তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আছে ইরিত্রিয়া, কঙ্গো ও ইরান। এই তিন দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ৪১ টি দেশে যেতে পারেন।
একটি দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া কতটি দেশ ভ্রমণ করতে পারেন এর ভিত্তিতে এ তালিকা তৈরি করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স।
২০২০ সালের সবচেয়ে প্রভাবশালী পাসপোর্ট নির্বাচিত হয়েছে জাপান। এশিয়ার এই দেশের নাগরিকরা ১৯১টি রাষ্ট্রে ভিসা ছাড়াই যেতে পারেন। গত বছরও ১৯০টি দেশে ভিসা ছাড়াই যাতায়াতের সুবিধা নিয়ে একাই শীর্ষে ছিল তালিকায়। এর আগের বছর সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে এক নম্বরে ছিল দেশটি।
২০০টি দেশ নিয়ে করা এই তালিকায় শীর্ষ দশের অন্য পাসপোর্ট হচ্ছে- দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর (১৯০ দেশ), তৃতীয় যৌথভাবে দক্ষিণ কোরিয়া ও জার্মানি (১৮৯ দেশ), চতুর্থ ইতালি ও ফিনল্যান্ড (১৮৮ দেশ), পঞ্চম স্পেন, ডেনমার্ক ও লুক্সেমবার্গ (১৮৭ দেশ), ষষ্ঠ সুইডেন ও ফ্রান্স (১৮৬ দেশ), সপ্তম সুইজারল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া (১৮৫ দেশ), অষ্টমে আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, গ্রিস ও বেলজিয়াম (১৮৪ দেশ), নবমে নিউজিল্যান্ড, মাল্টা, চেক রিপাবলিক, কানাডা ও অস্ট্রেলিয়া (১৮৩ দেশ) এবং দশমে আছে স্লোভাকিয়া, লিথুনিয়া ও হাঙ্গেরি (১৮১ দেশ)।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৮ জানুয়ারি, ২০২০ ১৯:৫৬

২০২০ সালে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ ৯৮তম। এ তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আছে ইরিত্রিয়া, কঙ্গো ও ইরান। এই তিন দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ৪১ টি দেশে যেতে পারেন।
একটি দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া কতটি দেশ ভ্রমণ করতে পারেন এর ভিত্তিতে এ তালিকা তৈরি করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স।
২০২০ সালের সবচেয়ে প্রভাবশালী পাসপোর্ট নির্বাচিত হয়েছে জাপান। এশিয়ার এই দেশের নাগরিকরা ১৯১টি রাষ্ট্রে ভিসা ছাড়াই যেতে পারেন। গত বছরও ১৯০টি দেশে ভিসা ছাড়াই যাতায়াতের সুবিধা নিয়ে একাই শীর্ষে ছিল তালিকায়। এর আগের বছর সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে এক নম্বরে ছিল দেশটি।
২০০টি দেশ নিয়ে করা এই তালিকায় শীর্ষ দশের অন্য পাসপোর্ট হচ্ছে- দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর (১৯০ দেশ), তৃতীয় যৌথভাবে দক্ষিণ কোরিয়া ও জার্মানি (১৮৯ দেশ), চতুর্থ ইতালি ও ফিনল্যান্ড (১৮৮ দেশ), পঞ্চম স্পেন, ডেনমার্ক ও লুক্সেমবার্গ (১৮৭ দেশ), ষষ্ঠ সুইডেন ও ফ্রান্স (১৮৬ দেশ), সপ্তম সুইজারল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া (১৮৫ দেশ), অষ্টমে আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, গ্রিস ও বেলজিয়াম (১৮৪ দেশ), নবমে নিউজিল্যান্ড, মাল্টা, চেক রিপাবলিক, কানাডা ও অস্ট্রেলিয়া (১৮৩ দেশ) এবং দশমে আছে স্লোভাকিয়া, লিথুনিয়া ও হাঙ্গেরি (১৮১ দেশ)।