ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর (১৫) আত্মহত্যার ঘটনায় এর সিনিয়র মর্নিং শিফটের প্রধান শিক্ষক জিনাত আকতারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলটির অধ্যক্ষ নাজনীন ফেরদৌস।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে অধ্যক্ষ নাজনীন ফেরদৌস দেশ রুপান্তরকে বলেন, ‘মন্ত্রণালয় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছে। তদন্তের স্বার্থে সিনিয়র মর্নিং শিফটের প্রধান শিক্ষক জিনাত আকতারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অরিত্রী অধিকারী। তার পরিবার জানায়, অরিত্রী পরীক্ষায় নকল করেছে এমন অভিযোগ এনে অপমানের জের ধরে সে আত্মহত্যা করেছে। রাজধানীর শান্তিনগরে সোমবার নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বিকেলে সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসকেরা অরিত্রীকে মৃত ঘোষণা করেন। ওই ছাত্রীর গ্রামের বাড়ি বরগুনা সদরে।
এরপর মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে যান। এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। স্কুল কর্তৃপক্ষও তিন সদস্যের কমিটি করে। উভয় কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
মঙ্গলবার ওই স্কুলের ছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ করে। তাদের মধ্যে থেকে অধ্যক্ষ অপসারণের দাবি ওঠে। এর মধ্যেই জিনাত আকতারকে সাময়িক বহিষ্কারের খবর পাওয়া যায়।
এ বিষয়ে নাজনীন ফেরদৌস আরো বলেন, ঘটনার সময় কী কী ঘটেছিল জিনাত আকতারকে বিস্তারিত লিখিত জানাতে বলা হয়েছে। তার কাছ থেকে চিঠি পেলে তদন্ত দ্রুত শেষ হবে।