সর্বস্তরে মাতৃভাষা চালু এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার দাবিতে নেত্রকোনায় ছাত্র ইউনিয়নের ব্যানারে গতকাল সোমবার বেলা দেড়টার দিকে নেত্রকোনা পৌরসভা কার্যালয়ের সামনে মানববন্ধন হয়েছে।
সর্বস্তরে মাতৃভাষার প্রচলন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, নেত্রকোনা জেলা সংসদ শহরের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করে। মিঠুন শর্মার সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ভাষা আন্দোলনে রফিক-শফিক-জব্বার-সালাম-রকতসহ নাম না জানা আরও অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে বাংলা আমাদের মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ঠিকই। কিন্তু সব স্তরে এর প্রচলন ঘটেনি। নিজি নিজ জাতির মাতৃভাষার সমান মর্যাদা প্রদানকারী এই বাংলা ভাষার দেশে এখনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাতৃভাষাকে গৌণ করে দেখা হচ্ছে।