নীলফামারীর কিশোরগঞ্জে মাদক কারবারির সহযোগীদের হামলায় জলঢাকা থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। গত সোমবার রাতে কিশোরগঞ্জ উপজেলার আহেলার বাজারে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানার পুলিশ উপজেলার কাঁকড়া চৌপথি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ৩০টি ইয়াবা জব্দসহ মাদক কারবারি তোফাজ্জল হোসেনকে (৪৮) আটক করে পুলিশ।
তোফাজ্জলে দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কিশোরগঞ্জ উপজেলার আহেলার বাজারে অভিযান চালিয়ে আরেক মাদক কারবারি আব্দুর রাজ্জাককে (৪৫) আটক করে। এ সময় রাজ্জাককে ছিনিয়ে নিতে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে জলঢাকা থানার তিন কনস্টেবল আহত হন। তারা হলেন মামুন অর রশিদ, রবিউল ইসলাম ও শাকিল ইসলাম। খবর পেয়ে কিশোরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে কিশোরগঞ্জ ও জলঢাকা থানার পুলিশ হামলাকারীদের ধাওয়া দিয়ে রাজ্জাকের দুই সহযোগীকে আটক করে।