সীতাকুণ্ড উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর মা হাসিনা বেগম।
মামলা সূত্রে জানা যায়, আচার দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে নিজ ঘরে নিয়ে যায় আমিরাবাদ গ্রামের রানা (২০)। একপর্যায়ে তিনি মেয়েটির মুখ চেপে ধরে ঘরের দরজা বন্ধ করে দেন। মেয়েটি চিৎকার করার চেষ্টা করলে ওড়না দিয়ে মুখ পেঁচিয়ে ধর্ষণ করে রানা পালিয়ে যায়। ছাত্রী বাড়িতে গিয়ে অভিভাবকদের ধর্ষণের কথা জানায়।
প্রথমে মেয়েটিকে পরিবারের লোকজন সীতাকুণ্ড সরকারি হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে তিন জায়গায় অভিযান চালালেও সে পালিয়ে যেতে সক্ষম হয়। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’