জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ও সকল শিক্ষার্থীর নিরাপত্তার দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় জামালপুর জেনারেল হাসপাতালের গেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমরান হাসান মনি ও রাকিবুল হাসান নামে পঞ্চম বর্ষের দুই শিক্ষার্থীর ওপর হামলা ও মারধর করে স্থানীয় সন্ত্রাসী বিপুল ও সুমন। পরে পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করলেও পরদিন তাদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ায় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন মেডিকেল শিক্ষার্থী নাজমুর রহমান, জেসমিন সুলতানা, আশিকুর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।