সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফখরুল মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফখরুল উপজেলার রামপাশা ইউনিয়নের মৃত তৈমুছ আলীর ছেলে। বুধবার ভোরে নিজ বাড়ি থেকে ফখরুলকে গ্রেপ্তার করা হয়।
বিশ্বনাথ থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, ওই প্রতিবন্ধী কিশোরীর বাবা একজন দিনমজুর। গত সোমবার সকালে বাবা কাজে চলে গেলে ফখরুল মেয়েটিকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি অল্প টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান।
বিষয়টি জানতে পেরে বিশ্বনাথ থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।
ওসি আরও জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ফখরুলকে গ্রেপ্তার করেছে। ফখরুল একটি ছিনতাই মামলার আসামি বলেও জানান ওসি।