বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

সুনামগঞ্জে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০১:৫৫ এএম

কিশোরীদের ঋতুকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বিপি পাবলিক উচ্চবিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংযোগ : কানেক্টিং পিপল’র উদ্যোগে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সহযোগিতায় এ স্যানিটারি ন্যাপকিন বিতরণ কার্যক্রর পরিচালনা করে গ্রামভিত্তিক সমন্বিত উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান ডাহুক।

স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, কলেজের অধ্যক্ষ বাবু বিজন কুমার তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহেমদ, ডাহুকের প্রতিষ্ঠাতা রেজা শাওন। শিক্ষার্থীদের কিশোরীদের ঋতুকালীন প্রজনন স্বাস্থ্য পরামর্শ প্রদান ও হেলথ ক্যাম্প পরিচালনা করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স কর্র্তৃপক্ষ।

কানেক্টিং পিপল’র সহ-প্রতিষ্ঠাতা শাহাদাৎ হোসেন জানান, সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় এ পর্যন্ত প্রায় ৭৫০ কিশোরীর মধ্যে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত