শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় গৃহকর্ত্রী গ্রেপ্তার

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০৩:০১ এএম

রাজধানীর মোহাম্মদপুরে সুমাইয়া (১০) নামে এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় গৃহকর্ত্রী মাসুমা বিনতে মইনকে গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের শিকার শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। শিশুর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়, তার মা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে থাকেন। পুলিশ জানিয়েছে, মামলাটির একমাত্র আসামি গৃহকর্ত্রী মাসুমা বিনতে মইন।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিউল আলম জানান, গত সাত মাস ধরে শিশুটি মোহাম্মদপুর শের শাহশুরি রোডে মাসুমা বিনতে মইনের বাসায় কাজ করত। কাজে যোগ দেওয়ার দুই মাস পর থেকে শিশুর ওপর শারীরিক নির্যাতন শুরু হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত