মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে আর্টক্যাম্প, প্রদর্শনী

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১২:১১ এএম

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৭তম জš§বার্ষিকী উপলক্ষে নড়াইলে দিনব্যাপী আর্টক্যাম্প ও প্রদর্শনী হয়েছে।

গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসন ও এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের শিশুস্বর্গে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আর্টক্যাম্প ও প্রদর্শনীর উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবির টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত