শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

ব্রাজিলের প্রেসিডেন্টকে অপসারণের দাবিতে বিক্ষোভ

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১০:৫৫ এএম

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারোর বিরুদ্ধে প্রতিবাদে শহর-নগরের রাস্তায় নেমেছে হাজারও লোক। এই প্রতিবাদ মিছিল আয়োজন করেছে দেশটির বিরোধী দল ও ট্রেড ইউনিয়ন।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন হতে বাকি আরও এক বছর। তার আগেই বোলসোনারোকে অপসারণের দাবিতে এই প্রতিবাদ-বিক্ষোভ।

শনিবার (২ সেপ্টেম্বর) বোলসোনারোকে অপসারণের দাবিতে ১৬০টির বেশি শহর ও নগরে এই বিক্ষোভ প্রদর্শন করে ব্রাজিলের নাগরিকরা। বিক্ষোভে তারা নিয়ে আসে প্লে-কার্ড, ব্যানার ও বাদ্যযন্ত্র। এমনিক রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা প্রতিবাদকারীরা।

সাম্প্রতিক জনমত জরিপে পিছিয়ে পড়েছেন ৬৬ বছর বয়সী প্রেসিডেন্ট। করোনা মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থ বোলসোনারোর প্রতি হতাশ অসংখ্য ব্রাজিলিয়ান। করোনায় ব্রাজিলে প্রায় ৬ লাখ লোক প্রাণ হারিয়েছে।

ভালদো অলিভিয়েরা নামের এক এএফপি নিউজ অ্যাজেন্সিকে জানায়, ‘এই প্রেসিডেন্ট যা কিছু প্রতিনিধিত্ব করেন তা বিশ্বের মধ্যে সেকেলে। দেশে ক্ষুধা, দ্রারিদ্রতা, দুর্নীতি চলছে। আমরা গণতন্ত্রকে রক্ষা করতে এসেছি।’

বোলসোনারোর অভিসংশনের জন্য চেম্বার অব ডেপুটিতে ইতোমধ্যে শয়ের বেশি আবেদনও পড়েছে। ব্রাজিলের সুপ্রিম কোর্ট সম্প্রতি তার তার বিরুদ্ধে আনীত কয়েকটি অভিযোগের তদন্তেরও অনুমোদন দিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত