মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

নভেম্বরে খুলছে থাইল্যান্ডের প্রধান প্রধান পর্যটন কেন্দ্র

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৪:৩৩ পিএম

নভেম্বর থেকে খুলছে থাইল্যান্ডের প্রধান প্রধান পর্যটন কেন্দ্র। করোনা ভাইরাসের পুরো ডোজ টিকা নেওয়া দর্শনার্থীদের জন্য কোয়ারেন্টিনের বাধ্য বাধকতা তুলে নেওয়ার পরিকল্পনা করেছে পর্যটন নির্ভর দেশটি।   

এক ঘোষণায় নভেম্বর থেকে দেশের প্রধান পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার কথা জানিয়েছে থাইল্যান্ড। করোনায় পর্যুদস্ত পর্যটন খাতকে ফের চাঙা করার চেষ্টায় এমন উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নেপাল, ব্যাংককসহ ক্রবি, হুয়া হিন, পাতায়া এবং কোহ পায়াম পর্যটন কেন্দ্র নভেম্বরে পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা করেছে। এর আগে জুলাই থেকে ফুকেট ও সামুই দ্বীপপুঞ্জ খুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছে সেন্টার ফর কোভিড-১৯ সিচুয়েশান অ্যাডমিনিস্ট্রেশন।

২০১৯ সালে প্রায় ৪ কোটি পর্যটক ভ্রমণে এসেছিল থাইল্যান্ডে। গত বছর সেই সেই সংখ্যা নেমে আসে ৬৭ লাখে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত