শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

আলিম পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৫:২৫ পিএম

এইচএসসি সমমানের চলতি বছরের আলিম পরীক্ষা শুরু হবে আগামী ২ ডিসেম্বর। রবিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।

প্রথমদিন কুরআন মাজিদের পর ৬ ডিসেম্বর হাদিস ও উসূলুল হাদিস, ৯ ডিসেম্বর আল ফিক্হ ১ম পত্র ও পদার্থবিজ্ঞান ১ম পত্রের পরীক্ষা নেওয়া হবে।

১২ ডিসেম্বর আল ফিক্হ ২য় পত্র, আরবি সাহিত্য ও পদার্থবিজ্ঞান ২য় পত্র, ১৫ ডিসেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন ১ম পত্র ও তাজভিদ ১ম পত্র, ১৯ ডিসেম্বর বালাগাত ও মানতিক, রসায়ন ২য় পত্র এবং তাজভিদ ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

দেশে গত কয়েক বছর ধরে ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান এবং এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু গত বছরের মার্চে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

তার আগে ২০২০ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা আটকে যায়। পরে জেএসসি ও এসএসসির ফলের গড় করে মূল্যায়ন ফল প্রকাশ করা হয় এ বছর জানুয়ারিতে।

মহামারির কারণে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সময়মতো নেওয়া যায়নি।

এরপর আটকে থাকা পরীক্ষার সূচিও প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড।

মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা আগামী ১৪ নভেম্বর শুরু হবে।

সাধারণ শিক্ষা বোর্ডে অধীনে এসএসসি ১৪ নভেম্বর এবং এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত