আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষ্টিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধুর নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নৌকা অত্যন্ত গৌরবের, নৌকা বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। নৌকা প্রতীক পেতে হলে প্রার্থীকে দলের আদর্শের প্রতি অনুগত, কঠোর নৈতিক শক্তির অধিকারী, ত্যাগী ও দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মী হতে হবে। কেউ হঠাৎ করে দলে এসেই নৌকার মনোনয়ন পাবেন না। গতকাল রবিবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, একজন প্রার্থীর জনপ্রিয়তা, তৃণমূলের সিদ্ধান্তসহ নানা দিক বিবেচনা করে দলীয় প্রার্থী মনোনীত করা হবে। তারপরও কেউ ব্যক্তিস্বার্থে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ‘বিদ্রোহী’ বা স্বতন্ত্র প্রার্থী হলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
মতবিনিময় সভায় ধনবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন। এ সময় ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।