হামাস ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন মিত্র দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন জো বাইডেন। তিনি বলেন, ইসরায়েলের নিজেকে এবং তার জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে। খবর আল জাজিরার।
অপরদিকে নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধে জয় পেতে ইসরায়েলের দীর্ঘ ও শক্তিশালী অভিযান প্রয়োজন। যদিও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এর আগেই জানিয়েছেন, সশস্ত্র গোষ্ঠীর হামলা থেকে বাঁচতে ইসরায়েলের যা যা প্রয়োজন তার সবই দেবেন তারা।
হামাসের আকস্মিক হামলার পর ভারতসহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদি, ঋষি সুনাক, মার্ক রুট্টে এবং ইমানুয়েল ম্যাক্রোঁ হামাসের এ অভিযানকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন। এমন দুঃসময়ে ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তারা।