রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

বলিউডের ভবিষ্যৎ নিয়ে হতাশ নওয়াজউদ্দিন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০২:৪১ পিএম

‘আমি বাণিজ্যিক ছবির বিরুদ্ধে নই। কোটি কোটি মানুষ এটা পছন্দ করে, এমনকি আমি নিজেও করি। তবে অন্য ধারার ছবি এখন আর চলছে না, সেটাই চিন্তার। হয়তো এই সামঞ্জস্য ফিরতে অনেক সময় লাগবে। তবে কিছুদিন আগেও দুই ধরনের ছবিই সমানভাবে চলত, তবে সেটা আর হচ্ছে না।’—কথাগুলো বলছিলেন দুইবার জাতীয় পুরস্কার জিতে নেওয়া বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। 

তার ক্ষোভ, এখন শুধুই বলিউডে বাণিজ্যিক ছবিরই জয়জয়কার। অন্যধারার ছবিগুলি সেভাবে সাফল্য পাচ্ছে না। 

সম্প্রতি হিউম্যানস অফ বোম্বে-কে দেওয়া সাক্ষাৎকারে সাম্প্রতিক সময়ে বলিউডের ছবির ধারা, শুধুমাত্র বাণিজ্যিক ছবির সাফল্যের বিষয়ে কথা বলেছেন নওয়াজউদ্দিন। অভিনেতাকে প্রশ্ন করা হয়, আজকের বলিউডের সঙ্গে তিনি কি ৯০-এর দশকের বলিউডের কোনও পার্থক্য খুঁজে পান? এর উত্তরে নওয়াজ বলেন, ‘এখন তো একই ধরনের ছবি তৈরি হচ্ছে। শুধু অভিনেতারা বদলে যাচ্ছেন, পোশাক, মেকআপ বদলাচ্ছে। আমি বলিউডের ভবিষ্যৎ নিয়ে সত্যিই নিরাশ। অনেক মানুষ এখনও আশাবাদী। তবে এটা বেশ স্পষ্ট যে দর্শকরা এখন একটা নির্দিষ্ট ধারার ছবিই দেখতে পছন্দ করছেন। যা অবশ্য ভালো। তবে সব ধরনের সিনেমার টিকে থাকা উচিত, কিন্তু সেটা হচ্ছে না।’

তবে নওয়াজ জানান, এই অন্ধকার সময়ে দাঁড়িয়েও অভিনয়ের প্রতি তার ভালবাসা ম্লান হয়নি। নওয়াজউদ্দিন নিজেকে একজন ‘বাধ্য অভিনেতা’ বলে অভিহিত করেন। তার কথায়, অভিনয় তার জীবন এবং কেউ এটা তার থেকে কেড়ে নিতে পারেন না।

নওয়াজের কথায়, ‘আমি যাদের সঙ্গে কাজ করি, বা যারা আমার সঙ্গে কাজ করে, তাদের সঙ্গে আমি আবারও কাজ করব। আমি একজন বাধ্য অভিনেতা, ছবির জন্য আমি সবকিছুই করব। এই বিষয়ে আমি খুবই আন্তরিক, অভিনয়ই আমার কাছে সবকিছু, আমার কাজের মধ্যেই আমার সুখ। এটা আমাকে আনন্দ দেয় এবং আমি এটা নিয়ে গর্বিত।’ 

তার ভাষ্যে, ‘আমার কাছে বিষয়টা এমন নয় যে, ওহ আমি এক মাস কাজ করেছি, এখন একটু ঘুরে বেড়াব, বিশ্রাম নেওয়া দরকার। আমি ঈশ্বরকে ধন্যবাদ যে আমি এই পেশাটি বেছে নিয়েছি, আমি একজন শিল্পী। আমি সারাজীবন এভাবেই থাকতে চাই, এটাই আমার জীবন। আপনি যদি আমাকে বলেন আমি আর অভিনয় করতে পারি না, তাহলে আমিও মরে যেতে পারি। তাহলে বুঝুন আমি এটার সঙ্গে কতটা সংযুক্ত। আমার কোনও অফ-ক্যামেরা জীবন নেই এবং আমি এটা চাইও না।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত