সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

নেত্রকোনায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:৫১ পিএম

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক মো. আব্দুল মোতালেবের (৫০) মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নেত্রকোণা-পূর্বধলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মোতালেব উপজেলার সিন্দুয়াটিয়া গ্রামের মৃত মহরম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আব্দুল মোতালিব মোটরসাইকেলটি ক্রয় করেছেন। নিজ গাছের বেশ কয়েকটি লেবু নারায়ণহর বাজারে বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন। বাড়ির রাস্তা দিয়ে প্রধান সড়কে ওঠার সময় নেত্রকোণাগামী দ্রুতগতির পিকআপটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে প্রায় দুইশো গজ দূরে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এতে মোতালেবের মাথা ও পেট কেটে যায় এবং পা ভেঙে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত