প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের বোলিংয়ে দাঁড়াতেই পারলেন না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। একমাত্র কার্ক ম্যাকেঞ্জির ফিফটি ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান এসেছে অভিষিক্ত পেসার শামার জোসেফের ব্যাট থেকে। তাও আবার এগার নম্বরে নেমে। তাতে প্রথম ইনিংসে মাত্র ১৮৮ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
বুধবার সিরিজের প্রথম টেস্টে টসভাগ্য পাশে পান অজি অধিনায়ক প্যাট কামিন্স। শামার ছাড়াও আরো দুই অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও কাভেম হজের অভিষেক হয় এই ম্যাচে। হ্যাজেলউড ও কামিন্স ৪টি করে এবং মিচেল স্টার্ক ও নাথান লায়ন ১টি করে উইকেট শিকার করেন।
অ্যাডিলেডের গতিময় উইকেটে উড়তে থাকা অজি পেস অ্যাটাকের কোনো উত্তর ছিল না উইন্ডিজ ব্যাটারদের কাছে। ফল তাই, নিয়মিত বিরতিতে উইকেট খোঁয়ানো। প্রথম সেশনে মাত্র ৬৭ রান তুলতেই নেই তিন উইকেট। দ্বিতীয় সেশনে ১১০ রান করলেও হারাতে হয় পাঁচ উইকেট।
আর দিনের শেষ সেশনের শুরুতেই বাকি উইকেটটি হারালে ১৮৮ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৯৪ বলে ৫০ রান করেন ম্যাকেঞ্জি। শামার ৩৬ রান করেন ৪১ বল খেলে।