বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ভারতের সিনোদিয়া হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড (মোজোকেয়ার) মধ্যে স্বাস্থ্য সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) কোম্পানির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
স্বাক্ষরিত চুক্তি অনুসারে, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সকল বীমাগ্রাহকগণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ১০০টিরও বেশি হাসপাতালে বিশেষ ছাড়সহ অগ্রাধিকারমূলক চিকিৎসা সেবা পাবেন। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে- বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, হাসপাতালে ভর্তির সুবিধা, মেডিকেল রিপোর্ট, মেডিকেল ভিসা প্রক্রিয়াকরণ, এয়ার টিকিট, রোগী এবং পরিচারক থাকার ব্যবস্থা এবং বিমানবন্দর থেকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়া এবং নিয়ে আসার ব্যবস্থা করা হবে।
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এম মনিরুল আলম এবং মোজোকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক কৃষাণ কুমার যাদব তাদের প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের হেড অব কর্পোরেট বিজনেস মো. মাজহারুল ইসলাম রানা এবং হেড অব ক্লেইম মো. আনিসুর রহমান সুমন প্রমুখ।