সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সাকিব নেই টি-টোয়েন্টি দলে, ফিরলেন রিয়াদ-তাইজুল, নতুন মুখ আলিস

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৬ পিএম

শ্রীলঙ্কা সিরিজের জন্য সাদা বলের দুই সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন বিদায়ী নির্বাচক প্যানেল। সাকিব আল হাসান কোনো দলেই নেই। নতুন মুখ আলিস আল ইসলাম। দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় ও নাঈম শেখ। ওয়ানডে দলেও ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তাইজুল ইসলাম।

আলিসের দলে ডাক পাওয়া প্রসঙ্গে নান্নু জানান, ‘৬ ম্যাচ খেলে ৮ উইকেট নেওয়া এই স্পিনারের ভিন্নধর্মী বোলিং আকৃষ্ট করেছে নির্বাচকদের, ‘আমরা আলিসকে নিয়েছি সে একটু ব্যতিক্রমী স্পিনার, সে জন্য। আমরা ওকে একটু টিম ম্যানেজম্যান্টের অধীনে রাখতে চাই। ফিটনেস দেখার ব্যাপার আছে।’

দুই সংস্করণেই ডাক পেয়েছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। বিপিএলে ৪ ম্যাচ খেলা তাইজুলের শিকার ৫ উইকেট। তাইজুলের ব্যাপারে মিনহাজুলের ব্যাখ্যা, ‘তাইজুলের বোলিং দেখে মনে হচ্ছে যে সে ধারাবাহিকভাবে ভালো জায়গায় বল করছে। অভিজ্ঞতাও আছে। তাকে নিয়ে আমাদের টিম ম্যানেজমেন্টও খুব আশাবাদী।’

আগামী ৪ থেকে ৯ মার্চ সিলেটে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ১৩ থেকে ১৮ মার্চ চট্টগ্রামে গড়াবে সমান সংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ।

টি-টোয়েন্টি দল:
ব্যাটার:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (কিপার), এনামুল হক বিজয় (কিপার), নাঈম শেখ, তাওহীদ হৃদয়।
অলরাউন্ডার:
সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ।
স্পিনার:
তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, আলিস আল ইসলাম।
পেসার:
তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
 

 

ওয়ানডে দল:
ব্যাটার:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (কিপার), এনামুল হক বিজয় (কিপার), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (কিপার)।
অলরাউন্ডার:
সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ।
স্পিনার:
তাইজুল ইসলাম, রিশাদ হোসেন।
পেসার:
তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

 

টি-টোয়েন্টি দল থেকে বাদ: রনি তালুকদার, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শামিম হোসেন, তানভির ইসলাম, হাসান মাহমুদ

দলে নতুন মুখ: আলিস আল ইসলাম

ওয়ানডে দল থেকে বাদ: আফিফ আহমেদ, হাসান মাহমুদ, রাকিবুল হাসান

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত