মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

শেষমেশ সেঞ্চুরি করেই ফেললেন ‘ব্যাটসম্যান’ নারিন

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০২:২৫ এএম

কদিন আগেই, এপ্রিলের ৩ তারিখে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ক্যারিয়ারসেরা ৮৫ রানের ইনিংস খেলেছিলেন সুনিল নারিন। টি-টোয়েন্টির এ ফেরিওয়ালা আজ অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন। নিজের পুরো ক্যারিয়ারে সব ধরনের ফরম্যাট মিলিয়ে এটিই তার প্রথম সেঞ্চুরি।

ইডেন গার্ডেনসে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪৯ বলে তিন অঙ্ক ছোঁন নারাইন। সেঞ্চুরি পেতে ছক্কা হাঁকান ৬টি আর বাউন্ডারি মারেন ১১টি। ৫০০’র বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর এ ম্যাজিক ফিগারের দেখা পেলেন ক্যারিবিয়ান রহস্য স্পিনার। নারিনের সেঞ্চুরির পর গৌতম গম্ভীর এসে জড়িয়ে ধরেন তাকে। এর আগে ২৯ বলে ফিফটি করেন তিনি।

নিজে মূলত বোলার হলেও এর আগে তিনি বলেছিলেন, ‘টি-টোয়েন্টি আসলে ব্যাটসম্যানদের খেলা।’ এবার নিজেও বনে গেলেন পুরোদস্তুর ব্যাটসম্যান। সেঞ্চুরির পর আরও দুটো চার মেরে ৫৬ বলে ১০৯ রান করে আউট হন নারাইন। তার সেঞ্চুরিতে রাজস্থানের ৬ উইকেটে ২২৩ রানের সংগ্রহ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।

ইনিংসশেষে নারিনের কাছে জানতে চাওয়া হয় আইপিএলের শুরুতে অরেঞ্জ ক্যাপের দাবীদার ভেবেছিলেন কি না নিজেকে? হেসে দিয়ে বলেন, আমি তাহলে কৌতুক হিসেবে নিতাম ব্যাপারটাকে। অনেকদিন বাদে ওপেনিং ভূমিকায় ফিরেছি। এই আত্মবিশ্বাসটি দিয়েছেন জিজি (গৌতম গম্ভীর)। আমিও চেষ্টা করেছি দলকে ভালো শুরু এনে দিতে।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত