শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

সিলেটে ট্রাক-সিএনজির সংঘর্ষ নিহত ২

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৭:৩৫ পিএম

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুইজন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ৩টার দিকে ওই সড়কের ধুপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁওয়ের রফিক মিয়ার ছেলে তুহিন মিয়া (১৮) ও একই গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী ছালেতুন্নেছা বেগম (৬০)।
 
সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে ট্রাক ও সিএনজি অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধুপাগুল এলাকার লালবাগে সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর থেকে সিলেট শহরের দিকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন ও ছালেতুন্নেছার মৃত্যু হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত