সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আগেই বাংলাদেশকে জানিয়েছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
ড. হাছান বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের মিশনকে আগে আজিজের বিষয়ে অবহিত করা হয়েছিল। তারা প্রকাশ্যে জানানোর আগে তারা আমাদের জানিয়েছিল।
সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না এই প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'এটা আর্মির বিষয়। এ নিয়ে আমি এ মুহূর্তে কিছু বলতে চাই না।'
যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত কারও ওপর ভিসানীতি প্রয়োগ করা হয়েছে বলে আমার জানা নেই। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটি অন্য একটি আইনের অধীনে নেওয়া হয়েছে। জেনারেল আজিজের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটি এপ্রোপ্রিয়েশন আইনের অধীনে।
এর আগে সোমবার রাতে যুক্তরাষ্ট্র জেনারেল আজিজকে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করে এবং তার পরিবারের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়। এর ফলে আজিজ আহমেদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চারটি কাজ করবে। প্রথমত, তিনি কিংবা তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। দ্বিতীয়ত, তাকে যদি কেউ সাহায্য করে বা লেনদেন করে, তবে সেটি মার্কিন অনুযায়ী অপরাধ হবে। যদি যুক্তরাষ্ট্রে তার কোনো সম্পদ থাকে, সেটি বাজেয়াপ্ত হবে।