শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

চড় কাণ্ডে সেই কনস্টেবলের পাশে কৃষক সংগঠন

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৩:১২ পিএম

চণ্ডীগড় বিমানবন্দরে বিজেপির নব নির্বাচিত সাংসদ কঙ্গনা রানাউতকে চড় কষানোর একদিন পরে পাঞ্জাব পুলিশ শুক্রবার সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কৌরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তবে এই ঘটনায় ওই নারী সিআইএসএফ কনস্টেবলের পাশে দাঁড়িয়েছে কৃষক সংগঠন। তাদের পক্ষ থেকে পুরো ঘটনাটি সঠিকভাবে তদন্তের দাবি জানানো হয়েছে।

সিআইএসএফ-এর দায়ের করা অভিযোগের ভিত্তিতে, মোহালি পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩২৩ এবং ৩৪১ ধারায় কুলবিন্দর কৌরের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে। এই বিষয়ে মোহালি পুলিশের এক কর্মকর্তা বলেছেন, উভয়ই জামিনযোগ্য অপরাধ। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

কুলবিন্দর কৌর দাবি করেছিলেন যে তিনি কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে কৃষকদের বিক্ষোভে নারীদের যোগদানের বিষয়ে তার মন্তব্যের জন্য রানাউতের উপর বিরক্ত ছিলেন।

সিআইএসএফও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। মোহালি পুলিশের এসএইচও (বিমানবন্দর) পরিদর্শক পেরিউইঙ্কেল গ্রেওয়াল জানিয়েছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। শুক্রবার, বেশ কয়েকটি কৃষক ইউনিয়ন কুলবিন্দর কৌরের সমর্থনে পা মিলিয়েছেন। তার মধ্যে ছিলেন সম্মিলিত কিষান মোর্চা (অরাজনৈতিক) নেতা জগজিৎ সিং ডাল্লেওয়াল এবং কিষাণ মজদুর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক সারওয়ান সিং পান্ধের। তারা উভয়েই পাঞ্জাব ডিজিপি গৌরব যাদবের সঙ্গে দেখা করে বিষয়টির সঠিক তদন্তের দাবি করেছিলেন।

এরপর এক বিবৃতিতে সংগঠনের তরফে বলা হয়, কনস্টেবলের প্রতি কোন অবিচার যেন না হয়, তার জন্যই আমাদের এই পদক্ষেপ। পাঞ্জাব পুলিশের তরফে আমাদের আশ্বস্ত করা হয়েছে তদন্ত নিরপেক্ষভাবেই চলছে।

এদিকে পাঞ্জাব বিজেপির প্রধান সুনীল জাখর ঘটনাটিকে “সবচেয়ে দুর্ভাগ্যজনক” বলে অভিহিত করেছেন এবং বলেছেন কোন ঘটনায় ভিন্নমত থাকতেই পারে তবে তা প্রকাশের উপায় হিসাবে যে কোনো ধরনের হিংসাত্নক পদক্ষেপ গ্রহণযোগ্য নয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত