কালো টাকা ১৫ শতাংশ জরিমানায় সাদা করা প্রসঙ্গে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেছেন, এটা নিয়ে তো আমরা সবসময়ই প্রতিবাদ করেছি যে এটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং এটা করে সরকারের কোনো লাভও হয় না। কিছু ব্যক্তির হয়তো সমস্যা সমাধান হয় কিন্তু এটা সরকারের জন্য একটা অপবাদ নিয়ে আসে। এবং যারা সৎ করদাতা তাদের এটার মাধ্যমে অপমান করা হয়। এর দ্বারা এমন মনে হতে পারে যে নিয়মিত করদাতাদের বুদ্ধি নেই; কেন তারা ট্যাক্স দেয়? অসৎভাবে ট্যাক্স দিলে তো ১৫% দিয়েই পার পাওয়া যায়। এই ধরনের একটা অবস্থান সরকার কেন নেবে, সেটা আমার কাছে বোধগম্য নয়। আরও একটা জিনিস এখানে আছে, এবারে যেটা আরোপ করেছে যে কোনো প্রশ্ন করা যাবে না। এটার মানে হচ্ছে বেনজীর আহমেদ অ্যান্ড কোম্পানি, সরকারের মধ্যে যেসব ঘুষখোর আছে তারা সবাই নিশ্চিন্তে ১৫ শতাংশ কর দিয়ে তাদের সব অবৈধ উপার্জনকে সাদা করে তুলবে। এটাই কি আমরা চাই? তাহলে তো দুদকের আর থাকার দরকার নেই।
দেশ রূপান্তরের কাছে একান্ত সাক্ষাৎকারে ড. আহসান এইচ মনসুর এ কথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন দেশ রূপান্তরের বিজনেস এডিটর আলতাফ মাসুদ ও সম্পাদকীয় বিভাগের সাঈদ জুবেরী।
বিস্তারিত সাক্ষাৎকারটি পড়ুন এখানে