মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

‘অনগ্রসর জনগোষ্ঠীর মানবাধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন’

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৭:৩৬ পিএম

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, অনগ্রসর, অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি ও বাসস্থানের অধিকার নিশ্চিত করে জীবনযাত্রার মানোন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দলিত জাতিগোষ্ঠীর রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিতকরণসহ তাদের ভূমি, বাসস্থান, কর্মসংস্থান ও জীবন-জীবিকার বিদ্যমান সমস্যা ও জটিলতা দূর করে টেকসই সমাধানে মনোযোগী হওয়া প্রয়োজন।

আজ মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে ‘জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু এবং অনগ্রসর অধিকার সুরক্ষা সংক্রান্ত কমিটি এবং দলিত, হিজড়া ও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা সংক্রান্ত থিমেটিক কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান, সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং। সভায় কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সদস্য মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. বিশ্বজিৎ চন্দ ও ড. তানিয়া হক উপস্থিত ছিলেন।

কমিশনের চেয়ারম্যান বলেন, ‘কোনো সম্প্রদায়ের পুনর্বাসন নিশ্চিত না করে  উচ্ছেদ করা অধিকার হরণের সামিল। সকলের আবাসন নিশ্চিতকরণে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। মিরনজিল্লা ও সুইপার কলোনিসহ অন্যান্যদের বাসস্থানের অধিকার নিশ্চিত করণে পদক্ষেপ নিতে হবে।’

তিনি আরও বলেন, ঝিমাইপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের নিরাপত্তা ও ভূমি অধিকার সুরক্ষায় কমিশন উক্ত স্থান পরিদর্শন করেছে এবং বাস্তবসম্মত ও যথার্থ পদক্ষেপ গ্রহণ করেছে। ক্রমাগত ও বহুমুখী প্রচেষ্টায় তা ইতিবাচক ফলাফল নিয়ে আসবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সুবিধাবঞ্চিত হিজড়া ও লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গীর পরিবর্তনসহ তাদের নিয়ে ভ্রান্তিকর ধারণা দূর করা এবং পাঠ্যবইতে এই জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নির্মাণে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।

ডিএমপির কমিশনার হাবিবুর রহমান বলেন, হিজড়া জনগোষ্ঠীর বিষয়ে সমাজের মানুষের ধারণাগত সীমাবদ্ধতা রয়েছে। সামাজিক সচেতনতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নির্মাণে আমাদের সকলের জোড় প্রচেষ্টা চালাতে হবে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত