শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

হামলার পরদিনই সম্মেলনে যোগ দিতে উইসকন্সিনে ট্রাম্প

  • হামলার একদিন পরই উইসকন্সিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে পৌঁছেছেন ট্রাম্প
  • হামলায় আহত হওয়ার পরেও ট্রাম্প সম্মেলন পেছাননি, পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে 
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১১:১১ এএম

শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী জনসভায় ভাষণের সময় তার কান ঘেঁষে গুলি করা হয়, এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী।

তবে হামলা সত্ত্বেও থেমে নেই সাবেক এই প্রেসিডেন্ট। হামলার একদিন পরই রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দিতে উইসকন্সিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে পৌঁছেছেন তিনি।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, এই সম্মেলনের পরিকল্পনা আগে থেকেই নির্ধারিত ছিল। হামলায় আহত হওয়ার পরেও ট্রাম্প এই সম্মেলন পেছাতে চাননি। তাই পূর্বনির্ধারিত সময়েই এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ট্রাম্প জানান, “প্রথমে সম্মেলন দুই দিন বিলম্বিত করার কথা ভেবেছিলাম, কিন্তু এইমাত্র সিদ্ধান্ত নিয়েছি যে আমি একজন 'বন্দুকধারীর' বা সম্ভাব্য আততায়ীকে আমার সময়সূচী পরিবর্তন অনুমতি দিতে পারি না"।

মিলওয়াকিতে ১৫ থেকে ১৮ জুলাই রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন হবে। এ সম্মেলনেই ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।

চার দিনের এই সম্মেলনে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। নভেম্বরের সাধারণ নির্বাচন সামনে রেখে রিপাবলিকান পার্টি ভোটারদের কাছে নিজেদের অবস্থানও তুলে ধরবে এ সম্মেলনে।

ট্রাম্পের ওপর হামলার ঘটনার পর থেকেই রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে সিক্রেট সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা অড্রে গিবসন-সিচিনো গতকাল বিকেলে মিলওয়াকিতে এক সংবাদ সম্মেলনে বলেন, নিরাপত্তা–পরিকল্পনায় কোনো পরিবর্তন হবে না।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত