দৈনিক দেশ রূপান্তরে ‘সিকৃবিতে ক্যান্টিনের খাবারের উচ্চমুল্য, নেই মুল্য তালিকা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর দাম কমানো হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিকৃবি ক্যান্টিনের খাবারের। এছাড়াও টাঙানো হয়েছে মুল্য তালিকা।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সিকৃবি ক্যান্টিনের দরজায় টাঙানো মুল্য তালিকা দেখা যায়। নতুন মুল্য তালিকায় দেখা যায় মুরগি কিংবা মাছের সাথে সবজি ও ডালসহ ভাত এখন থেকে দশ টাকা কমে ৫০ টাকায় এবং খিচুড়ি পাওয়া যাচ্ছে পাঁচ টাকা কমে ২০ টাকায়। এছাড়া দুধ চা পাওয়া যাচ্ছে ৮ টাকায়। দাম কমানোয় স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তবে মান বৃদ্ধির দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন শিক্ষার্থীরা।
ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মাহমুদুল হক নাঈম বলেন, ক্যান্টিনে খাবারের দাম কমানো হয়েছে দেখেছি। এটার প্রয়োজন ছিল তবে খাবারের মান বৃদ্ধি করা উচিত বলে মনে করি। দাম কমানোর কারণে যেন খাবারের মান কমানো না হয়। এছাড়াও ক্যান্টিনের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া উচিত।
এ ব্যাপারে ক্যান্টিন পরিচালক শাহিন মিয়া বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে দাম কমিয়েছি। সবকিছুর দাম বেশি হওয়ায় এত কমে চালানো কঠিন। কিছুদিন পরে আবারও দাম বাড়াতে হতে পারে বলেও জানান তিনি।
এর আগে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির দোহাই দিয়ে কয়েক দফায় দাম বাড়ানো ও বাসি খাবার পরিবেশন নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর দৈনিক দেশ রূপান্তরে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরই টনক নড়ে প্রশাসনের।