মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম

আওয়ামী লীগের বিচারের দাবিতে রবিবার চট্টগ্রামে গণ জমায়েত ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নগরীর চকবাজার প্যারেড কর্নারে বিকেলে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।

নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ শিক্ষার্থী এ কর্মসূচীতে যোগ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ ও খান তালাত মাহমুদ রাফিসহ অন্যরা এতে বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী সরকারকে উৎখাতের জন্য বিভিন্ন সময় দেশের ছাত্র সমাজ রাজপথে রক্ত দিয়েছে। একই ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। সেই ফ্যাসিবাদী হাসিনা ও তার দল আওয়ামী লীগকে এদের রাজনীতিতে আর মাথাচাড়া দিয়ে উঠার সুযোগ দেয়া হবে না।

গণজমায়েত শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর জামালখান, ডিসি হিল, বৌদ্ধ মন্দির হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত